পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যুদ্ধখণ্ড | ఇ)ని সৈন্য সহিত মুহমুহ বীরদপ পূৰ্ব্বক সিংহনাদ করতে লাগি লেন ও আলিওয়ালা স্থানে উত্তম ৰূপে শিবির স্থাপন করত সেনাপতি স্মিথ সাহেবের আগমন প্রতীক্ষায় থাকিলেন ২৭ জানুআরির রাত্রি শেষে শ্ৰীযুত হেরি স্মিথ সাহেব অনূন দশ সহস্ৰ বৃটিশ সৈন্যকে সজ্জীভূত করত লুধিয়ান হইতে বদিওয়ালা স্থানে উপস্থিত হইলে বিপক্ষ চারের দ্রুতগমনে সরদার রণজোর সিংহকে বাৰ্ত্ত,বিজ্ঞাপন করাতে তিনি অতি শীঘু সৈন্যগণকে অংশত্রয়ে বিভাগ করত আলিওয়ালার থাত, বেষ্টিত শিবির হইতে প্রায় মৰ্দ্ধক্রোশ পর্যন্ত অগ্রসর হইয়া দক্ষিণ বামে দুই ভাগে সৈন্য স্থাপন করলেন ও মধ্য ভাগের সেনারা আলিওয়ালা গ্রামের প্রান্তরে অবস্থিত হইল, বৃটিস সেনার প্রত্যুষ কালে ঘদিওয়াল স্থান পরিত্যাগ করত ৰিপ ক্ষাভিমুখে যাত্র করিল, ওঁ কিয়দুর গমনানন্তর দক্ষিণ শ্রেণিস্থ শীক সেন। যাহার কমাড় নামক স্থানে দণ্ডায়মান ছিল তাহারা,তোপ দ্বারা দূর হইতে গোলা বষর্ণ করিতে লাগিল তদশনে দক্ষিণ ভাগে আলিপুরস্থ সেনাগণ যুদ্ধে প্রবৃত্ত হইল কিন্তু এতদুভয় দলের দূরবস্থান প্রযুক্ত তাহারদিগের তোপ নিঃক্ষিপ্ত গুলিদ্বারা বৃটিস সৈন্যের অধিক অনিষ্ট জন্মিল না এ মতে রণ প্রজ সেনাপতি 'হেরি স্মিথু সাহেব উভয় শ্রেণীস্থ শীক সেনার সহিত যুদ্ধ না করিয়া দ্রুতগমনে বিপক্ষের মুখ্য শিবির আলিওয়াল স্থান আক্রমণ করত যুদ্ধারন্তু কলিন