পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२२ পঞ্জাব রাজ্যের ইতহাস । পিটর নামক বিলাতীয় মনুষ্য লুধিয়ানায় আগত হইয়া ত্রযুক্ত হেরি স্মিথ সাহেবের নিকটে কহে যে সে ১৮২৬ সালে বৃটিস সৈন্য দ্বারা ভরতপুরের দুর্গাধিকারের পর কার্য্যত্যাগ করিয়া শীক সৈন্য মধ্যে তোপ চালনীয় কৰ্ম্মে নিযুক্ত হইয়াছে, ঐ ব্যক্তিকে তাহার বাক্য পরিচ্ছদ ও আকার প্রকারে প্রকৃত শীক জাতি জ্ঞান হইয়াছিল অনন্তর ঐ ব্যক্তি সরুল্য ৰূপে কহিল যে স্বজাত্যনুরক্তিত বশত বৃটিস গবর্ণমেণ্টের ৩১ ডিসেম্বরের আজ্ঞ। প্রমাণে বৃটিস সৈন্য নিকট আত্মাপণ করিবেক ইহাতে প্রশংসিত সাহেব, তাহাক শাক জাতির প্রেরিত প্রণিধি জ্ঞান ফরত বিদায় করিয়া দেন, পরদি বস যুদ্ধভঙ্গ সময়ে ঐ ব্যক্তি স্বেচ্ছাধীন বৃটিস সৈন্যহস্তে ধৃত হইয়া সেনাধ্যক্ষ সাহেবকে * বিজ্ঞাপল করিল যে কেবল তাহারি চতুরী কৌশলে বৃটিস সৈন্যের জয়লাভ করিয়াছে কেননা তাহার প্ররোচনায় শীক সৈন্যের প্রান্তরে আসিয়া যুদ্ধকরিতে প্রবৃত্ত হয় এবং কৌশলক্রমে তোপসকল बेमूल .উচ্চস্থলে পাতিত হইয়াছিল যে তাহার গোলাবষণে বৃটিস সৈন্যের কিছুমাত্র হানি হয়নাই, পরে ঐ ব্যক্তিকে বৃটিস সেনাপতি অত্যুত্তম যদ্ধলব্ধ তোপ চতুষ্ট য়ের সহিত ঐযুত গবরনর বাহাদুরের শিবিরে পঠাইয়াদেন, তৎপ্রমুখাৎ বিজ্ঞপ্তি হয় যে শীক সৈন্যমধ্যে লার ডাই যিনি শুলতান মহাম্মদ নামে বিখ্যাত এবং বইলি নামক অপর একব্যক্তি