পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ পঞ্জাব রাজ্যের ইতিহাস । প্রকাশ করণে ক্রটি করিল না, এমত্তকালে ব্রিগেডয় ষ্টেলি লাহেবের সৈন্যের কাপ্তেন হার্সফোর্ড ও ফরভাইস সাহেবের গোলন্দাজের ও লেপৃটেনেণ্ট কর্ণেল লেন্‌স লাহেবের অশ্বারোহি সৈন্যের সহায়তায় বিপক্ষের ব্যুহ আক্রমণ করি লেক কিন্তু শীকের স্বকীয় তোপ বন্দুক ও জম্বুরাদ্বারা অজস্র গুলিবর্ষণে তাহারদিগকে নিৰুদ্যম করিয়া দেয়, তদশনে বৃটিস সেনাপতির। বিপক্ষের ব্যুহভেদকরা অসাধ্য জ্ঞান t aকরিয়া ছিলেন । & যে সকল শাকবাহিনী দুর্গের বহির্ভাগে যুদ্ধকরিতে ছিল তাহারদিগকে ষ্টেলি সাহেবের সৈন্যেরা পরাভৰ করণে তাহার। পলায়ন পূৰ্ব্বক শিবিরে প্রবিষ্ট হইল কিন্তু ৰিপক্ষ শিবিরের প্রাকার ভঙ্গ কর। বস্তৃক্ষণ পর্যন্ত বড়২ সেনাপতি গণের অসাধ্বজ্ঞান হইয় ছিল, অনন্তর শ্ৰীযুত গবরনর জেন রল বাহাদুর ও শ্ৰীযুত কর্মগুরনই চিফ-সাহেব উভয়ে,জেনরল গিলবর্ট সাহেবের সৈন্য দিগকে আজ্ঞাদেন যে তাহারা বিপক্ষের দক্ষিণদিগে গমন পূৰ্ব্বক মেং ষ্টেসি সাকুবের সাহায্য করণে প্রবৃত্ব হউক, কিন্তু অভাগ্যক্রমে ঐ সৈন্যেরা ভ্রমবশত গোলেন্দাজ ও অশ্বারোহি সৈন্যের আশ্রয় ব্যক্তি রেকে একবারে শীক শিবিরের মধ্যভাগ আক্রমণ করিয়া বৈরি সেনার অস্ত্র ঘাতে ও অগ্নিবর্ষণে বিদ্রুত বিব্রত হয়, ঐ সময়ে শ্ৰীমতী মহারাণীর ১ ও ২৯ গণিত বিলাতীয় সৈন্যগণ