পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२88 পঞ্জাব রাজ্যের ইতিহাস । করুন, এবং রাজবংশের শুভানুধ্যায়ি অধ্যক্ষগণ উপস্থিত হইয়। এমত নিয়মাবধারণ করণে প্রবৃত্ত হউন যে ভম্বর স্বরাজ্যের প্রজাপালন ও সৈন্যশাসন ও বৃটিস গবর্ণমেণ্টের রাজ্য সীমা নিরুদ্বেগে পরিরক্ষণ হইতে পারে ইত্যাদি, এই যোষণা পত্র প্রচার করাতে যাবদীয় সৈন্যগণ ক্ষুন্নমন হইয় পরস্পর কহিতে লাগিল হ৷ এই সমর যজ্ঞে সহস্র২ সেনাপতি ও সেনাগণ মৃত্যু সংফপ করিয়া ভূরি২ প্রাণাহুতি প্রদানে কৃতকাৰ্য্য হইয়া শেষ ফল প্রাপ্ত হইল না যদি এক দিবসের নিমিত্তও লাহোর ও অমৃতসর নগর লুঠিত হইত তথাপি মানসিক মহান দুঃখের কিঞ্চিৎ অপনোদন হইতে পারিত । অনন্তর ঐ ঘোষণাপত্র লাহোরে উপস্থিত হইলে রাজ। গোলাব সিংহ অভীষ্ট সাধনের অনপেক্ষ শুভকাল প্রাপ্ত হইয়া পঞ্জাব রাজ্ঞীকে কহিলেন যে অর চিন্তার বিষয়"নাই, রাজা দিলিপ সিংহকে সিংহাসনাভিষিক্ত করণে গবণমেণ্টের আছে তদনন্তর তিনি অবিলম্বে নান। উপঢ়ে। • কনীয় দ্রব্য সহিত কশের নগরাভিমুখে ঐযুতের নিকট যাত্র করিলেন, উক্ত রাজার সমাগুমে যদ্যপি ঐযুত গবরনর জেনরল বাহাদুর আন্তরিক কৃষ্ট হইয়াছিলেন তথাপি বৈষ য়িক কার্যের রত্যনুসারে প্রথমত ক্রোধ প্রকাশ পূৰ্ব্বক তাহার সহিত সাক্ষাৎ না করিয়া অজ্ঞ করিলেন যে লাহোরে