পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९६७ পঞ্জাব রাজ্যের ইতিহাস । এই সঙ্কটাপন্ন সময়ে রাজমাতা অরক্ষিতপ্রায় অলপ সৈন্য সহিত বিপক্ষ শিবিরে বালক পাঠাইয়া হূদয়ে বিবিধ নিষ্টাশঙ্কায় বিপুল পরিস্তাপে তাপিতা ও অশ্রুপূর্ণ হইয়1 প্রতিক্ষণে প্রাসাদোপুরি দণ্ডায়মান হওত পথ নিরীক্ষণ করি তেছিলেন এ মত কালে রাজকুমারের প্রত্যাবৰ্ত্তন স্বৰূপ সুধা ময় সংবাদ তাহার কর্ণপথ দ্বার হৃদয়স্থ হইয়া পরিতাপ নিৰ্ব্বাণ করিল ক্ষণপরে রাজগুত্রের মুখাবলোকনে আনন্দ প্রবাহে নিমগ্ন ইলেন । অনন্তর রাজমাতা সন্ধি বিষয়ক সম্বাদ শ্রবণ করত डूकै। * झेश কfহলেন যে এক্ষণে রাজকুম। রের ও আপন ভাগ্য বৃটিস গবৰ্ণমেণ্টের করুiয়ত্ত হইল অধুন। প্রাণরক্ষা হইবে নতুবা সৈন্য পরাক্রম পুৰ্ব্ববৎ সজীব থাকিলে কোন দিবস রাজা শের সিংহ প্রভৃতির অনুগমন করিতে ङ्ड्रेड । মহারাজ : শের সিংহ ও মন্ত্রি ধ্যান সিংহের মরণের পর পঞ্জাব রাজ্যের রাজকীয় শাসনাদি ব্যাপার, কেবল খtলশ সৈন্যের হস্ত গত ছুইয়াছিল সেই স্বেচ্ছাচারি সৈন্যেরা মধ্যে সভা করিয়া যা অভীষ্ট হইত তাছাই কল্পিত রাজ রাণী মন্ত্রিগণের সতি নামমাত্র রাজ্যাধিকারিণী ছিলেন । রাজা দিলিপ সিংহ বহুতুর বৃটিলু সৈন্যে পরিরক্ষিত হইয়' ' লাগেরে আগমন করাতে খালশ সৈন্যেরা রাণীর প্রতি ও রাজা গোলাব সিংহের প্রতি ক্রোধাকুল হইয়া তাহারদিগের প্রাণ নাশের ভয় ' দশাইয়া রাজমাতাকে বিজ্ঞাপন করিলেক