পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখণ্ড । ২৫৩ ৫ ধfর । এইসন্ধি পত্র দৃঢ়তর করণের কালে বা পূৰ্ব্বে ৫• লক্ষ মুদ্র মহারাজ দিলিপ সিংহ বটিস গবর্ণমেণ্টকে প্রদান করিবেন । ও ধারা। মহারাজা অবধ্য সৈন্যদিগকে পদচ্যুত করিয়া তাহারদিগের যুদ্ধাস্ত্র গ্রহণ করবেন, এবং আইন নামক পদাতিক সৈন্যগণকে যথা নিয়মে মহারাজ রণজিৎ সিংহের রীতানুক্রমে তাহারদিগের বেতন প্রদান করিবেন, এবং এই ধারার বিধানক্রমে পদচ্যুত সৈন্যগণকে বেতন দিবেন। ৭ ধারা। অদ্যাবধি-প্রত্যেক দলে ৮০০ শত যোদা গণিত পঞ্চ বিংশতি দল পদাতিক দ্বাদশ সহসু অশ্বারোহি সৈন্য নিৰ্দ্ধারিতৰপে নিযুক্ত থাকিবে, বৃটিস গবর্ণমেণ্টের অভিপ্রায় ব্যতিরেকে তাহার गरंथ বৃদ্ধি হইবেন, কোন সময়ে বৃদ্ধি করণের আবশ্যক হয়, তাহার বিশেষ কারণ•গবণমেন্টকে বিজ্ঞাত করিয়া অভিপ্রায় মত কাৰ্য্য করবেন ও কার্য সম৷ ধার পর:পুনৰ্ব্বার সৈন্য দল ন্যন করিয়া দিবেন, । ৮ধারা । যে ৩৬ টা তোপ বৃটিস সৈন্যের অভিমুখে শতদ্রু নদীর দক্ষিণতীরে পাতিত হইয়ছে যে তোপ সব ब्राडेनज़ যুদ্ধসময়ে লইতে,পাৱা যায়নাই তত্ত্বাবৎ তোপ মহা রাজ বৃটিস গবর্ণমেণ্টকে অপর্ণ করিবুেন । ৯ধার। বিপাশা ও শতদ্রু নদী ও শতদ্রু নদীর শেষ সীমু যাহা গোর বা পঞ্চনদ নামে বিখ্যাত হইয়া মিতণ্ড।