পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখও । २¢é. চার নিবারণের প্রতি বৃটিস গবর্ণমেণ্ট বিশেষ মনোযোগ করিবেন । ১১ ধারা। মহারাজ বৃটিস গবর্ণমেণ্টের অনুমতি ব্যতিরেকে কোন বৃটিস প্রজ বা আরমানিয়ান’ কিন্তু অন্য ৱিলাতীয় মনুষ্যকে আপন কার্ঘ্যে নিযুক্ত করিতে পারবেন না। ১২ধারা । জুস্বদেশীয় রাজা গোলাব সিংহ বৃটিস গবর্ণমে ন্টের সহিত লাগের রাজ্যের সম্পাতি স্থাপনার্থ যে সু কাৰ্য্য করিয়াছেন তাহা বিবেচনা করিয়া মহারাজ দিলিপ সিংহ, তাহাকে স্বাধিনতা পদ প্রদান कब्रिटडटइन, বৃটিস গবর্ণমেণ্ট পৃথক অঙ্গীকার • পত্রদ্বারা তাহাকে উক্ত যেসকল পৰ্ব্বতীয় রাজ্য প্রদান করবেন ও যেসকল রাজ্য মহারাজ খড়গ সিংহের সময়বিধি তাহার অধীনে আছে তত্তাবদ্রাজ্যের উপর তিনি স্বাধীন হইবেন এই সুন্ধিধ{য্য বিষয়ে বৃটিস গবণুমেণ্ট তাহার সাধুতা দুশনে তাহাঁকে স্বাধীন পদপ্রদান করত তাহার সহিত পৃথক সন্ধিপত্র স্থিরতর করিবেন। ১৩ ধার। যদি রাজা গোলাব সিংহের সহিত কৰ্থন লাহোর রাজ্যের বিনাদ উপস্থিত হয় তাহ। বৃটিলু গবর্ণমেণ্টকে মধ্য স্থ 'স্বৰূপে নিম্পত্তি করণের ভারাপণ করবেন এবং বৃটিস গবর্ণমেণ্ট যেৰূপে নিষ্পত্তি করবেন মহারাজ তাহার অন্যথা করিবেননা i ১৪ ধারা। বৃটিল গবৰ্ণমেণ্টের সম্মতি ব্যতিরেকে ঘাঁহোর রাজ্যের সীমা পরিবর্ত হইতে পরিবেন ।