পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখণ্ড । ২৬৩ ७उि भूणा লইতে পারবেন ও যে সকল বস্তুর প্রয়োজন ना হয় এবং লাহোর গবর্ণমেণ্টের আমিবার উপায় না থাকে যে সকল দ্রব্য বৃটিস কাৰ্য্যকারিরা সহায়তার দ্বারা বিক্রয় করাইয়া দিবেন । ৮ ধারা । সন্ধিপত্রের ৪ ধারায় লিখিত দত্ত রাজ্যের সহিত লাহোর রাজ্যের সীমা নির্দিষ্ট করণার্থ উভয় গবর্ণমেণ্ট অবিলম্বে কমিস্যনর অর্থাৎ সীমা নির্ণায়ক নিযুক্ত করবেন। স্বাক্ষর কুরির নাম । মহারাজ দিলিপ সিংহ, হেনিরি হার্ডিঞ্জ, ভাই রাম সিংহ, রাজা লাল সিংহ, সরদার তেজঃ সিংহ, এফ করি, সরদার চতুর সিংহ, সরদার রণজোর সিংহ, দেওয়ান দীননাথ, এচ এম লারেন্স ও ফকির নুরুদন | প্রাগুক্ত সন্ধি; ও অঙ্গীকার পত্র সমাধার পর লাহোর গবর্ণমেণ্ট বহুক্লেশে,বহু মূল্যের দ্রব্যাদি অল্প মূল্যে বিক্রয় করিয়া পঞ্চাশুৎ লক্ষমুদ্র ঐযুত ধরনর জেনরলুকে প্রদান করিলেন পরে তোপাধ্যক্ষ শুলতান মহাম্মদ সন্ধির লিখিত ৩৬ তোপ অপর্ণ করিয়া తిత్రా বাহাদুরের সাক্ষাতে মহ। রাজ রণজিৎ সিংহের পরাক্রম এবং বর্তমান দুরাবস্থা স্মরণ ও দর্শন করত ক্ৰন্দৰকরিতে লাগিলেন, উক্ত সেনাপতি কাব লের আমীর দোস্তমহাম্মদের जाउँ। পেশোয়ার অধিকার -সুলয়াবধি মহারাজ রণজিৎ সিংহের তোপাধ্যক্ষতা পদে