পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখণ্ড ২৬৫ হইতে অমৃতসর যাত্র করিলেন এবং ১৫ মার্চে উক্ত নগরে উপস্থিত হইয়া তৎপরতাপে তৎপর দিবস উক্ত রাজার সহিত সন্ধিকাৰ্য্য ধাৰ্য্য করিলেন । বৃটিল গবৰ্ণমেণ্টের সহিত মহারাজ গোলাব সিংহের সন্ধি পত্র, অমৃতসর নগর ১৬ মার্চ ১৮৪৬ সাল । ঐশ্ৰীমতী বিলাতের মহারাজ্ঞীর মহামান্য প্রৰি কোন্সেল অধ্যক্ষৈক’গবরনর জেমরল অর্থাৎ মান্যাস্পদ কোম্পানি বাহাদুরের দ্বার নিয়োজিত, ভারতবর্ষের সৰ্ব্বাধ্যক্ষ ত্রযুক্ত সর হেনরি হার্ডিঞ্জ বাহাদুরের আজ্ঞানুসারে বৃটিস গবৰ্ণমে ন্টের পক্ষে শ্ৰীযুত ফুিডরিক করি সাহেব ও ঐযুত ব্রিবেট মেজর হেনিরি মণ্টগোমরি লারেন্স সাহেব ও মহারাজ গোলাব সিংহ স্বয়ং এই সন্ধিকাৰ্য অবধারণ করিলেন । ১ ধারা । বৃটিস গবর্ণমেণ্ট মহারাজ গোলাব সিংহকে ও তাহার" উত্তরাধিকারি ঔরস త్రే গণকে লাহোর গবর্ণ মেন্টের দত্ত ১৮৪৬সালের ৯ মার্চের লিখিত রাজ্যের একাংশ লাহুল দেশ ব্যতিরেকে সিন্ধু नंौिझ। পূৰ্ব্ব ও ঐরাবতী নদীর পশ্চিম সমুদয় পৰ্ব্বতীয় রাজ্য ও তদিতস্তত প্রদেশ ও তদন্ত গত চাম্বা রাজ্য চিরকালের জন্য দান করিলেন । ২ ধারা । মহারাদে গোলাৰ সিংহকে উপরোক্ত যে রাজ্য প্রদত্ত হইল তাহার পূৰ্ব্বসীমা নিদ্ধারণ কারণ বৃটিস গবর্ণ -স্টে ও মহারাজ গোলাব সিংহ কমিস্যনর নিযুক্ত করিবেন to ক্ষ"