পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখণ্ড | ২৯৫ ১১ ধারা । এই স্বন্ধি পত্রের নিয়ম মহারাজ দিলিপ সিংহের ষোড়শ বর্ষ বয়ঃপ্রাপ্তি কাল অর্থাৎ আগামি ১৮৫৪ সালের ৪ সেপ্টম্বর পর্যন্ত বলবৎ থাকিবে ইতিমধ্যে বিশিষ্ট । কারণ বশত উভয় রাজ্যের সম্মতি ক্রমে রহিত হইতেও পরিবে । উপরোক্ত সন্ধির নিয়মানুসারে পঞ্জাব রাজীকে রাজ কীয় কৰ্ম্ম কতৃত্বে অবসর দেওয়াতে অনুমেয় হয় যে কাশ্মীরীয় বিবাদ বিষয়ে তিনিও লাল সিংহের সহিত সংযুক্ত হইয়া থাকিবেন। অনন্তুর ১৮৪৭ সালের ২ জানুআরি বাসরে শ্ৰীযুত গবরনর রাহাদুর লাহোর নগরে সমাগত হইয়। লেপট নেণ্ট কর্ণেল লারেন্স সাহেবকে লাহোরীয় সৰ্ব্বাধ্যক্ষতা পদে ও সরদার তেজঃ সিংহকে মন্ত্রিত্ব পদে অভিষিক্ত করিয়া তাবৎকার্যের সুনিয়মাবধারণ করত ১১ জানুআরির প্রাতে उथी इहेtउ जैलन्नृटद्र यांख कृāिtज्ञन । ৬ ফিব্রুআরি বাসরে সরদার লিনা সিংহ মিজুিতিয়া নানাতীর্থ ভ্রমণ করত লাহোর উপস্থিত হইলে সমাদরের সহিত দরবারে গৃহীত ও বৃটিল রেসিডেন্টের সন্মতিত্বে মাঞ্জা রাজ্যের গবর্নরী পদে অভিষিক্ত হন, এই মাসের প্রথমে মেজর লারেন্স সাহেব সিন্ধপারে পেশোয়ার রাজ্যের রেসিডেন্টী পদ স্বীকার করিয়া তথায় গমন করিলেন।