পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ցօ পঞ্জাব রাজ্যের ইতিহাস । উদয় হয় ও ধান্য উত্তপ্ত থাকে তবে সুচকু জানা যায়। ঘটের মধ্যে তৃণ বালুক ও দুর্গন্ধের প্রকাশ অমঙ্গল চিত্ন । ঐ স্থানের নৈকট্য পৰ্ব্বত চইতে এক অলি নামে সরিৎ শব্দায়মান ৰূপে ভূপৃষ্ঠে পতিত হইতেছে ঐ নদীতে কামনা করিয়া সন্ন্যাসীরা প্রাণত্যাগ করিয়া থাকে । কে ঠিার । কোঠার স্থানে এক কুণ্ড আছে তাছাতে একাদশ বর্ষ পর্যন্ত বারি শূন্য রছে পরে যে সময় বৃহস্পত্তি সিংহ রাশিতে প্রবেশ করেন ঐ বৎসর প্রতি শুক্রবারে ঐ কুণ্ডে জলোৎপত্তি হয়, কিন্তু অন্য দিবসে তাহাতে জল রহেন । মিতলহাম । মিতলহাম গ্রামের নৈকটারণ্যে ওকর নামক এক পক্ষী প্রাপ্ত হওয়া যায় তাছার বিচিত্র পক্ষ উৎপাটন করিয়া,প্রধান লোকের স্বয়ং শিরোভূষণের উপর ধারণ করিয়া থাকেন હજે পক্ষি রক্ষার নিমিত্ত তথাকার রাজার বনমধ্যে সৰ্ব্বদা আহার দান করেন । সূখারায় । _. 4 * উক্ত স্থানের নিকটে এক কুণ্ড হইতে অজস্র বারিধারা