পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । - 心芯》 চন্দ্রভাগ নদী। চন্দ্রভাগা নদী চনাব নামে বিখ্যাত, ঐ নদী হিমালয় পৰ্ব্বতের দক্ষিণ শ্রেণী হইতে উদ্ভূতা इहेब्र কাশ্মীর দেশের অগ্নিকোণ কিশতাও আর রাজ্যের আলপাইন প্রদেশ ব্যাপিয়া মহাবেগ গমনে ত্ৰিমুঘাটের সন্নিক্লষ্টে বিতস্তা নদীতে পতিত হইয়াছে, ইংরাজী ১৫৮২ সালে আবলু ফজেল ফৈজি লিথিয়৷ ছেন যে চন্দ্রভাগ নদী জন্মভূমি হইতে দ্বিধারায় বহির্গত হইয়৷ একধারা চন্দ্র দ্বিতীয় ধারা ভাগ নামে প্রসিদ্ধ আছে ঐ দ্বিধা রার পুনৰ্যোগ হইবার ੱਤੀਆਂ। নাম ধারণ করিয়াছে, ঐ নদী বিললিপুর, সুদিরা ও হাজর দেশ হইয়া আসিয়াছে, এবং পঞ্জাবের অন্য নদী চতুষ্টয়ের সহিত একযোগে সিন্ধু নদীতে পতিত হইয়াছে ঐ স্থান তন্নদীর জন্মস্থান হইতে ৩২৫ ক্রোশ দূর হইবে, ঐ নদীর উভয় তীর অতি নিম্ন ও অরণ্যময় তাহার বাহুল্য পরিসর ত্রিপাদ ক্রোশের অধিক নাই ঐ নদীকে চন্দ্রসরিৎ বলিয়াও কোনই গ্রন্থকার বর্ণনা করি য়াছেন, যে স্থানে বিতস্তার সহিত ঐ নদীর সঙ্গম হইয়াছে তৎস্থানীয় জলের আশ্চর্য আবৰ্ত্তগতি উত্তঙ্গ তরঙ্গ বিবরণ গ্রীক ও যবন গ্রন্থকারেরা বাহুল্যৰূপে লিখিয়াছেন। বিপাশা নদী । বিপাশা নদী বিয়ানামে বিখ্যাত, ঐ নদী শুলতানপর পর