পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘9 পঞ্জাব রাজ্যের ইতিহাস । উপরিভাগে তন্নাম বিশিষ্ট কোন প্রাচীন রাজার রাজধানী ছিল অদ্যাপি তন্নগরের ভয় চিন্তু প্রত্যক্ষ হয়, সেই পূৰ্ব্ব নগরের নামানুসারে বিদ্যমান নগরের নাম কাবল হইয়াছে, এক্ষণে ঐ পৰ্ব্বতাগ্র ভাগে আরক নামক এক ক্ষুদ্র নগর ও তলভূমিতে সুদৃশ্য নানা পুষ্পোদ্যান বর্তমান আছে, তন্নিকটব্যাপিয়া দুইট পৰ্ব্বতীয় তটিনী এতন্নগরের বহির্ভাগ ও অভ্যন্তর গামিনী হইয়া চলিয়া গিয়াছে, বারম্বার যুদ্ধ বিগ্রহে এতন্নগ রীয় ঐশ্বৰ্য্য শোভা ও প্রজাগণ ছিন্ন ভিন্ন হইয়াছে । পেশোয়ার নগর। পেশোয়ার নগর ও তদ্বধীন ভূপ্রদেশ কাবল রাজ্যের এক দেশত্ব ৰূপে পূৰ্ব্বাপর পরিগণিত আছে, s জনপদ কাবলের ন্যায় পৰ্ব্বতাবৃত নহে, ভূমির সমত প্রযুক্ত ভদ্দেশে কৃষিকাৰ্য্য বিশিষ্ট ৰূপে পরিচালিত হয়, দোরাণীবংশীয় তৈমুর রাজ কুলের গৃহ বিবাদ কালে ঐ রাজ্য মহারাজ রণজিৎ সিংহ অধিকার করিয়ালন, সেই বিরোধ সঞ্চারে বৃটিস গবৰ্ণমেণ্টের সহিত আফগান জাতির যুদ্ধ ঘটনা হয়। কাবলের যুদ্ধ বৃত্তান্ত। ইং ১৮০৯ সালে কাবলের সিংহাসনাধিকার শাহ শুজা উলমু কের অমাত মামুদ শাহ তাহাকে দূরীকৃত করত রাজ্য প্রাপ্ত