পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ্যখণ্ড । b’Y হিত পূৰ্ব্বে আফগানীয় সরদারের দোন্ত মহম্মদের সহিত কলহ করত স্বয়ং সৈন্য লইয়া নুনাদিগে চলিয়া যায়, এবপ্রকারে আমীর ক্ষীণবল হইয়া সপরিবারে নগর হইতে পলায়ন করিলেন, বৃটিশ সৈন্যের ৬ আগষ্টে তথায় উপস্থিত হইয়া, বিনা বিবাদে নগরাধিকার করিম্ন লয়, তদনন্তর শাহt শুজা স্বদেশীয় ও বিলাতীয় বান্ধবগণে পরিবৃত ও উৎসব ন্বিত হইয়া পৈতৃক সিংহাসনোপবেশন করত চিরাভিলাষ পূর্ণ করিলেন। শ্ৰীযুত কেনি সাহেবের ভারতবুর্ষে প্রত্যাবৰ্ত্তন। কাবলাধিকার হওনের অব্যবহিত পরে ঐযুত কেনি সাহেব ভারতবর্ষে প্রত্যাগত হইয়। স্বদেশ যাত্রা করিলেন তৎপশ্চাৎ শীক সৈন্যেরা রুজিৎ সিংহের মৃত্যু সংবাদ প্রাপ্তে পঞ্জাব আগমন করিল, তদৃষ্টে কাবলের গিলজি জাতির দোস্ত মহম্মদের সাহায্যার্থে নানাস্থানে বৃটিস সেনার প্রতি-অত্যা চার করিতে লাগিল কিন্তু সন্মুখ সংগ্রামে এক দিবসের নিমিত্তেও জয়ী হইতে পারে নাই, পরিশেষে আমীর দোস্ত মহম্মদ অবনতৰূপে উন্ট্র রিক্রেত্নার রেশ ধারণ পূৰ্ব্বক ১৮৪• সালের ৩ নবেম্বর সায়ংকালে স্বয়ং ঐযুত মেকনাটন লাহে বের সমীপস্থ হইয়া করন্থ অস্ত্রাপণ পূৰ্ব্বক শরণাগত হইলেন এবং প্রশংসিত সাহেব তাহাকে সমাদরের সহুিত স্বনিকট छे