পাতা:পঞ্জাবেতিহাস.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ペ' পঞ্জাব রাজ্যের ইতিহাস । রাখিয়া ১২ নবেম্বরে তাহাকে ভারতবর্ষে পাঠাইয়া দেন তিনি সপরিবারে ভারতবর্ষের মুধ্যে মসূরিস্থানে ১৮৪৩ সাল পৰ্যন্ত কালযাপন করিয়াছিলেন । বিদ্রোহিত।

  • প্রথমতঃ আফগান জাতির। క్రైత్రా জেনেরল ,সল ও মেং ডেনি সাহেবের প্রবল শাসনে বিশেষতঃ কিলাতের দুর্গাধি কার হওনে বশীভূত হয় পরে শাহ শুজাকে ক্ষীণ বীর্য ও ইনপ্রজ্ঞ দর্শনে এবং মেং মেকনাটন ও বরক্স সাহেবের অত্যন্ত সদয়তায় ঐ জাতির প্রশ্রয় প্রাপ্ত হইয়া পুনৰ্ব্বার বিরুদ্ধাচারী হয়, ১৮৪১ সালে দোস্ত মহম্মদের বীর পুত্র আখবর মহম্মদ সংগোপনে স্বদেশীয় যাবদীয় প্রধানগণের ও সিন্ধু দেশীয় আমীর সের মহম্মদের সচিত মন্ত্রণ ও মৃড়যন্ত্র করিলেক ঐ বাৰ্ত্ত। যদ্যপি ত্রযুত মেজর পটিঞ্জর সাহেব সোপান পাইয়া বিপূদ্র ঘটনের তিনমাস পূৰ্ব্বে কহিয়াছিলেন এবং বিপক্ষের নানাস্থানীয় গান্তব্য পথ ও দ্রব্যাদির গতা স্নাত রোধ করিয়া ছিল তথাপি আসন্নকাল প্রযুক্ত তাহাতে বৃটিস সেনাপতির নেত্ৰোক্ষ্মীলন করেন নাই ।

মেং বরন্স সাহেবের মৃত্যু। বৃটিশ সৈন্য বিনাশার্থ আফগান জাতির ষড়যন্ত্র এমত দৃঢ় তর ও পরিপক্ব হইল যে তাহাতে দেশের তাবলোক ঐক্য