পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

× ა o পণ্ডিতমশাই মা কে কবে পায় ? তিনিও যেন স্বেচ্ছায় বিদায় হইয়া গেলেন-যাবার সময় কথাটি পর্য্যস্ত কহিয়া গেলেন না । এমনি করিয়া তাহার বিপৰ্য্যস্ত মস্তিষ্কে বিধাতার ইচ্ছা,যখন প্রত্যহ স্পষ্ট হইতে স্পষ্টতর হইয়া দেখা দিতে লাগিল, তখন বাড়ির পুরাতন দাসী আসিয়া কঁাদ কঁাদ হইয়৷ নালিশ করিল, দাদা, শেষকালে ছেলেটাকেও কি হারাতে হবে ? একবার তাকে তুমি কাছে ডাকো না, আদর কর না, চেয়ে দেখ দেখি, কি রকম হয়ে গেছে ! তাহার কথাগুল লাঠির মত বৃন্দাবনের মাথায় পড়িয়া তন্দ্রার ঘোর ভাঙিয়া দিল, সে চমকিয়া উঠিয়া বলিল, কি হয়েচে চরণের ? দাসী অপ্রতিভ হইয়া বলিল, বালাই, ষাট্‌ ! হয় নি কিছু—আয় বাবা চরণ, কাছে আয়—বাবা ডাকৃচেন । অত্যন্ত সঙ্কুচিত ধীরপরে চরণ আড়াল হইতে স্বমুখে আসিয়া । দাড়াইতেই বৃন্দাবন চুটিয়া গিয়া তাহাকে বুকে চাপিয়া ধরিয়া সহসা কঁাদিয়া ফেলিল—চরণ, তুইও কি যাবি নাকি রে! দাসী ধমকু দিয়া উঠিল—ছিঃ ওকি কথা দাদা ? ( c من بيمبي বৃন্দাবন লজ্জিত হইয়া চোখ মুছিয়া ফেলিয়। আজ অনেক দিনের পর - একবার হাসিবার চেষ্টা করিল। r দাসী নিজের কাজে চলিয়া গেলে চরণ চুপি চুপি আবেদন করিল, মার কাছে যাব বাবা । সে যে ঠাকুংমার "ছে যাইতে চাহে নাই, ইত্বতে বৃন্দাবন মনে মনে ভরি আরাম বোধ করল, আদর করিয়া বলি, তোর মা ত সে বাড়িতে নেই চরণ ! কখন আসবেন তিনি ?