পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Aby পণ্ডিতমশাই ৷ পরদিন সকাল-বেলা কেহই যখন কুনুমের স্বমুখে গিয়া ও-কথা বলিতে সাহস করিল না, কুঞ্জনাথ পৰ্য্যন্ত ভয়ে পিছাইয়া গেল, তখন বৃন্দাবন ধীরে ধীরে কাছে আসিয়া বলিল, ওর মৃতদেহটা ধরে রেখে আর লাভ কি, ছেড়ে দাও, ওরা নিয়ে যাক । কুমুম মুখ তুলিয়া বলিল, ওঁদের আসতে বল, আমি নিজেই তুলে দিচ্ছি। 数”· তারপর সে যেরূপ অবিচলিত দৃঢ়তার সহিত চরণের মৃতদেহ শ্মশানে পাঠাইয়া দিল, দেখিয়া বৃন্দাবনও মনে মনে ভয় পাইল । পঞ্চদশ পরিচ্ছেদ চরণের ক্ষুদ্র দেহ পুড়িয়া ছাই হইতে বিলম্ব হইল না । কেশব সেই BB BBBB BBBS BBB BBBB BBBBB BBB BBBB BBBS উঠিল—সমস্ত মিছে কথা । যার কথায় কথায় বলে-ভগবান যা করেন মঙ্গলের জন্ত, তারা শয়তান, হারামজাদ, জোঙ্গের । বৃন্দাবন দুই হাঁটুর মধ্যে মুখ ঢাকিয় অদূরে স্তব্ধ হইয় বসিয়াছিল, ঘোর রক্তবর্ণ প্রান্ত দুই চোখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া দেখিয় কহিল, শ্মশানে রাগ করতে নেই কেশব । প্রত্যুত্তরে কেশব डे:4निश চুপ করিল। * ফিরিয়া আসিবার পথে বাদীদের দুই-তিনটি ছেলে-মেয়ে গাছতলায় খেলা করিতেছিল, বৃন্দাবন চমকিয় দাড়াইঃ હ છે চাহিয়া রহিল । শিশুরা খেলার ছলে আর একটা গাছতলা যখন ছুটয় চলিয়া গেল, . 噶