পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} দ্বিতীয় পরিচ্ছদ २ S কুসুম ক্রুদ্ধ চাপা গলায় ফিস্ ফিস্ করিয়া বলিল, আমি জন্তু মই, আমার সে বুদ্ধি আছে। o বৃন্দাবন কহিল, সেও জানি, আবার বুদ্ধির চেয়ে রাগ তোমার ঢের বেশি তাও জানি। আর একটা কথা কুকুম ! মা স্নান করেই চলে এসেছেন, এখনও পূজা আহ্নিক করেন নি। তাকে জিজ্ঞেস করে, আগে সেই যোগাড়টা করে দাও গে। আমি চললুম। যাও, কিন্তু কোথাও গল্প করতে বসে যেও না যেন। বৃন্দাবন একটুখানি হাসিয়া বলল, না। কিন্তু দেরি করে বকুনি খাবারও ভারী লোভ হচ্ছে । আর এক দিনের আশা দাঁও ত আজ না হয় শিগশির করে ফিরে আসি । সে তখন দেখা যাবে। বলিয়া কুসুম রান্নাঘরের ভিতরে যাইতেছিল, সহসা বৃন্দাবন একটা ক্ষুদ্র নিশ্বাস ফেলিয়া অতি স্থির বলিল, আশ্চির্যা ! একবার মনে হ’ল ন যে, আজ তুমি এই প্রথম কথা কলে। হেন কত o যুগযুগান্তর আমাকে তুমি এমন শাসন করে এসেছ--ভগবানের তাতে বাধা কি আশ্চর্য বাধন কুয়ম! কুসুম দাড়াই শুনিল, কিন্তু জবাব দিল না। • কুন্দাবন চলিয় গেলে এই কথা স্মরণ করিয়! হঠাৎ তাহার BBBBB SBSDDS DTDS GG BBBBB BBB BSBB BB ইয়া বসিল । নিজের শিক্ষার অভিমীয়াঃাকে সে এতদিন অশিক্ষিত । চুাষা মনে করিয়া গণনার মধ্যেই আনে নাই, আজিকার কথাবাৰ্ত্তা এবং এই ব্যবহাংর পর, তাতারই সম্বন্ধে এক ষ্ট হানলে নূতন তুষ্ণাফুল উৎসুক হইয়া উঠিল ।