পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

..... পঞ্জিা প্রথম পরিচ্ছেদ থন সে সব কথা স্মরণ করিলেও, সে লজ্জায় দুঃখে মাটীর সহিত মিশিয়া ইতে থাকে। যখন সে দুবছরের শিশু তখন বাপ মরে, মা ভিক্ষা রিয়া ছেলে ও মেয়েটিকে প্রতিপালন করে। যখন পাঁচ বছরের, তখন, য়েটিকে মুত্ৰ দেখিয়া, বড়ালগ্রামের অবস্থাপন্ন গেীরদাস অধিকারী, i মির পুত্র ক্লাবনের সহিত বিবাহ দেয় ; কিন্তু বিবাহের অনতিকুল ঘ্ৰেই কুমের বিধবা-মায়ের দুর্নাম উঠে, তাহাতে গেীরদাস কুমুৰীয় ত্যিাগ করিয়া ছেলের পুনৰ্ব্বার বিধা দেয়। কুর্মর মা, দুঃখী হইলেও, অত্যন্ত গৰ্ব্বত ছিল। সেও স্বাগ fর কন্যাকে স্থানান্তরে লইয়া গিয়া, সেই মাগেই আর একজন সিল বৈরাগীর সহিত কঙ্কার কী-বদন ক্রিয় সম্পন্ন করে; কিন্তু *}াদের মধ্যেই এই আসল বৈরাগটি নিত্যধামে গমন করেন। তবে 竭 কো গ্রামে বাড়ি, তাগ এক কুমের মা ছাড়,মার বেই iমত না ; কুঞ্জও না। তাছার মা কহাকেও সঙ্গে লহঁয়া যায় ই বটবল মাপারটা মত, কিংবা গুই টনা, তাও ক্ষে * করিয়া বলতে পারিত না। এত কাণ্ড কুসুমের সাত বৎসর টু শেষ হইয়া যায়। সেই অবধি কুসুম বিধবা। সংক্ষেপে }াগর বাল্য-ইতিহাস। এখন যে ষোল বৎসরের যুবতী—তাহার [. র্বোইমের ছোট বোন কুমুমের বাল্য-ইতিহাসটা এতই বিস্ত্র যে,