পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

H8 পণ্ডিতমশাই আজ সকলে নিজের কাযে সে এই দিকে আসিয়াছিল এবং কার্য সারিয়া ফিরিবার পথে ইহাদের দোর খোলা দেখিয়া কুঞ্জ ঘরে আছে মনে করিয়াই গাড়ী হইতে নামিয়া ভিতরে ঢুকিয়াছিল। কুঞ্জর কাছে তাহার বিশেয আবশ্বক ছিল। গো-যান সজ্জিত দেখিয় তাহার পুত্র চরণ পূৰ্ব্বাতুষ্ট চড়িয়া বসিয়াছিল, তাই সে-ও সঙ্গে ছিল। বৃন্দাবন আবার ডাক দিল, কেউ বাড়ি নেই নাকি ? তথাপি সাড়া নাই ; চরণ কহিল, জল খাবো বাবা, বড় তেঃ পেয়েচে । বৃন্দাবন বিরক্ত হইয়া ধমক্‌ দিল,না, পায়নি, বাবার সময় নদীতে খাস্ ; সে বেচারা শুষ্কমুখে চুপ করিয়া রহিল । সে দিন কুকুম লক্ষার প্রথম বেগটা কাটাইয়া দিয়া স্বচ্ছদে বৃন্দাবনের সুমুখে বাহির হয়েছিল এবং প্রয়োজনীয় কথাবাৰ্ত্তা অতি সহজেই কঠিতে পারিয়াছিল,কিন্তু আজ তাছার সৰ্ব্বাঙ্গ লজ্জায় অবশ হইয়া আদিতে লাগিল । চরণ পিপাসা র কথা না জ4. স্থিলে সে, বোধ করি, কোন মতেই সুমুখ আসিতে পারিত না । সে একবার এক মুহূৰ্ত্ত দ্বিধা করিল, ভারপুর BBBB BB BBB BB BBB BBB B BBBB BBBB BB BBBS আঁপিয়া চরণকে কোলে কঠিয়া নি:শব্দে ঘরে চলিয় গেল । - বৃন্দানে এ ইঙ্গিত বুলি, কিন্তু চরণ যে কি ভাবিয়া কথাটি না কহিয়া এই সম্পূর্ণ অপরিচিতার কুড়ে উঠিয়া চলি গেল, তাই বুঝিয়ে পারিল না । পুত্রের স্বভাব পিতা ভাল করিয়া জান্তি ! এ দিকে চরণ তবুদ্ধি ইয়া গিয়াছিল। এক তু এক্ট , সে ধমক খাইয়াছে, তাণ্ডুত আচনা জায়গায় হঠাৎ ংে}থা ইত বাহির হইয় এমন ছে মারিয়া কোন দিন কেছ তাহীকে লনয় যায় নাই । কুসুম সুরের ভিতর লইয়া গিয় তাহাকে বাতাসা দিল, তারপর কিছুক্ষণ