পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 পণ্ডিতমশাই হাল্লিতে বলি, পারবে সাম্লাতে দাদা। তোমার পয়ে পড়ি, আজ একবারটি বাও-কি জানি কেন,সত্যিই তার জন্তে বড় মন কেমন কচ্ছে। কুর ভূত-জোড়াটা হাত-দিয়া ঠেলিয়া অতি রুক্ষরে কহিল, আমি পারব না যেত। বৃন্দাবন আমার বিয়ের সময় আসে নি কেন, এতই কি সে আমার চেয়ে বড়লোক যে, একবার আসতে পারলে না, শুনি ? কুসুমের উত্তরোত্তর অসহ্য হইয; উঠিতেছিল, তথাপি সে শান্ত ভাবে ংলল, তার জর হয়েছিল । চয় নি। নলডাঙায় বসে ম; খবর শুনে বললেন, মিছে কথা ; চ“লাকি । তাকে ঠকানো সোজা কাৰ্য নয় কুসুম, তিনি ঘরে বসে রাজ্যের খবর দি পারেন, তা জানিস্ ? নেমকৃঙ্গারাম আর কাকে বলে, একেই " আমি তার মুখ দেখতেও চাই নে। বলিহা কুঞ্জ গম্ভীর ভাবে সূত্ৰ দিয়া উঠিয় দাড়াইয়া জুতা পয়ে দিল। কুসুম বড়াঙ্গতের মত কয়েক মুহূৰ্ত্ত স্তব্ধ থাকিয় ধীরে ধীরে বলিল, মেনকতারাম তিনি ! তুন র্যাকে সেই দিন বেশি করে থাইয়েছিলে, যে দিন ভোক এনে, ভয়ে পালিয়ে গিয়েছিলে । দাদা, তুমি এমন হয়ে যেতে পার, এ বোধ করি, আমি স্বপ্নেও ভাবতে পারভূম না । কুঞ্জর তরফে এ অভিযোগের জবাব ছিল না। তাই সে যেন শুনিতেই পাইল না, এই রকম ভাব করিয়া লিড়াইয়া বুলি । কুসুম পুনরায় কহিল, যা তুমি তোমার বিষয়-আশয় বলচ, সে কার ত’তে ? কে তোমার বিয়ে দিয়ে দিলে ? o কুঞ্জ ফিরিয়া দাড়াইয় জবাব দিল, কে কার বিয়ে নিয়ে য় ? মা বললেন, ফুল ফুটুল কেউ আটকাতে পারে না । বিয়ে আপনি হয় । আপনি হয় ? eয়ই ত। '