পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ ○○ --ধেই পূৰ্ণ ༢ ཏྲེ་ সম্ভবত: কি, তাহা তাহার ত অগোচর নাই-ই, বুদান to: পাইয়া সে প্রস্তাব পরিত্যাগ করিয়াছে। এই ইঙ্গিতই দুর্মমকে অমন আত্মস্থার করিয়া ফেলিয়াছিল। তথাপি অমন করিয়া ঘর হইতে চুলিয়া যাওয়াটা তাহারো যে ভাল কায হয় নাই, ইহা সে নিজেও টের পাইয়ৗছিল। কুঞ্জর শাশুড়ী সে দিন সারাদিন আহার করেন নাই, শৈষে অনেক সাধ্যসাধনায়, অনেক ঘাটমানায় রাত্রে করিয়াছিলেন । তাহার মানরক্ষার জন্য কুঞ্জ সমস্ত দিন ভগিনীকে ভৎসনা করিয়াছিল, কিন্তু পুণরাগি, মান-অভিমান সমাপ্ত হইবার পরেও তাঁহাকে একবার খাইতে বলে নাই । . পুরদিন বাট ফিরিবার পূৰ্ব্বে, কুসুম প্রণাম করিয়া পায়ের ধূলা লইয়া দাড়াইলে কুঞ্জর শাশুড়া কথা কহন নাই। এবং জামাইকে উপলক্ষ্য করিয়া কহিয়াছিলেন, কুঞ্জনাথকে ঘর-বাড়ি বিষয়-সম্পত্তি দেখতে হবে, এখানে বোন আগলে বসে থাকলেই ত তার চলবে না ! . কুসুমের দিক হইতে এ কথার জবাব ছিল না ; তাই সে নিরুত্তর অধোমুখে শুনিয়া গিয়াছিল। সত্যই ত! দান-এদিক ওদিক দুদিক , সামলাইবে কি করিয়া ? ”/ তখন হইতে প্রায় মাস-দুই গত হইয়াছে। ইহারই মধ্যে কুসকে { তাহার শাশুড়ী যেন একেবারে ভাঙিয়া গড়িয়া লইয়াছে। এখন প্রায়ই ; সে এখানে থাকে না। যখন থাকে, তখনওঁ ভাল করিয়া কথা কহে না । কুমুমু ভাবে, এমন মানুষ এমন হইয়া গেল কিরূপে ? শুধু যদি সে জানিত, সংসারে ইহরাই এরূপ হয়, এতটা পরিবর্তন তাঁঠুরি মত সরল অল্পবুদ্ধি লোকের দ্বারাই সস্তব, দুঃখ বোধ করি, তাহার এমন অসহ্য হইয়া উঠিত না । ভাই-ধোনের সে স্নেহ নাই, এখন কলহও হয় না । কলহ করিতে কুসুমের আর প্রবৃত্তি হয় না, সাহসও হয় না। সে নি এক রাত্রি