পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ &q ঠ তাহার সর্বাঙ্গে 此 ধরিয়া গেল, সে পাণ্ট মুখ-বিকৃতি কপ্লিন বটে কিন্তু অতি কঠোর স্বরে বলিল, তোমার ভয় নেই দাঁদ, -ভূমি মরবে না N হলে আজ পর্যন্ত যুঠ' পেছু ডেকেচি, মাহুষ হলে X3 (ಇಡ್ಲ | আমি মাচুর্য মই ? - না। কুকুরবেরালও নও—তারাও তোমাণ্ড"য়ে"ভাল—এমন নেমকৃষ্ঠারাম নয়, বলিয়াত দ্রুতপদে ঘরে % দ্বার রুদ্ধ করিয়া দিল। কুঞ্জ মূঢ়ের মত কিছুক্ষণ দাড়াইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল । বাহিরের দরজা তেমনি খোলা পড়িয়া রছিল। সেই খোলা পথ দিয়া ঘণ্ট-খানেক পরে বৃন্দাবন নি:শব্দে প্রবেশ করিয়া আশ্চর্য্য ইয়া গেল। কুঞ্জর ঘর তাল-বন্ধ, কুমুমের বর ভিতর হইতে বন্ধ—রান্নাঘর খোলা । মুখ বাড়াইতেই একটা কুকুর আগর পরিত্যাগ করিয়া কেঁউ করিয়া লজ্জা Nও আক্ষেপ জানাষ্ট্ৰয় ছুটিয়া বাহির হইয়া গেল। কতক রায় হইয়াছে, কতক বাকি আছে—উনান নিবিয়া গিয়াছে। চরণ চাকরের সঙ্গে হাটি আসিতেছিল, স্থতরাং কিছু পিছাইয় পড়িয়া- . ছিল, মিনিট-দশেক পরে সু-উচ্চ মাতৃ-সম্বোধনে পাড়ার লোককে নিচেঞ্জ। আগমনবার্তা ঘোষণা করিয়া বাড়ি চুকিল । হঠাৎ ছেলের ডাকে কুকুম দো। * খুলিয়া বাহির হইতেই তাছার অশ্র-কষায়িত দুই চোখের শান্ত বিপন্ন দৃ;& সৰ্ব্বাগ্রেই বৃন্দাবনের বিস্ময়-বিহবল, জিজ্ঞাগু চোখের উপর গিয়া পড়িল 1. ^ হঠাৎ ইনি আসিবেন, কুসুম তাহা আশাও করে নাই, কল্পনাও করে নাই। সে একু পা পিছন্টিয়া গিয়া আঁচলটা মাথায় তুলিয়া দিয়া, ঘরে ফিরিয়া গিয়া, একটা আসন আনিয়া পাতি দিয়া উঠিয় দাড়াইতেই চরণ চুটিয়া আসিয়া জায় জড়াইয়া ধরিল। তাঙ্গকে কোলে লইয়া মুখ চুম্বন করিয়া কুসুম একটা খুঁটির আড়ালে গিয়া দাড়াইল।"