পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ శీ: .-কুম্ম মৌনমুখে সম্মতি ot | لی۔ বুন্দাবন তিল, সে হয় না। তোমার কোন বিষয়েই ইণত ク - দিতে পারি y পারেন শুধু মা। তুমি যেমন আচরণই তার সঙ্গে

  • ाद, না কেন, চরণের হাত ধরে যাও তার কাছুে=উপায় তিনি 感

কণ্ঠেদবেন -কিন্তু, তোমার দাদা ? ިހރ - - কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। সুছিয়া ് & আমার দাদা মরে গেছেন । কিন্তু কি করে আমি দিনের-বেল পায়ে হেঁটে ভিক্ষুকের মত গ্রামে গিয়ে ঢুক্লব ? বৃন্দাবন বলিল, তা জানি নে, কিন্তু পারলে ভাল হ’ত। এ ছাড়া আর কোন সোজা পথ আমি দেখতে পাই নে । কুসুম ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, আমি যাব না। খুসী তোমার । - সংক্ষিপ্ত সরল উত্তর। ইহাতে নিহিত অর্থ বা কিছুমাত্র অস্পষ্টতা নাই। এতক্ষণে কুমম সত্যই ভয় পাইল । বুলবন আর কিছু বলে কি না, শুনিবার জন্তু কারক মুহূৰ্ব সে উদগ্রীর হইয় অপেক্ষা করিয়া রহিল, তাঙ্গর পর অতিশয় নম্র ও কুষ্ঠিতভাবে ধীরে ধীরে বলিল, কিন্তু এখানেও আমার মে আর দাড়াবার স্থান নেই ; আমি দাদার দোষও দিতে চাই নে, কেন না, নিজের অনিষ্ট কুরে পরে । ভালো না করতে চাইলে তাকে দোষ দেওয়া যায় না, কিন্তু ༡ས་རྒྱ་སྟགྀ་ལཱྀ༽ করে ঝেড়ে ফেলে দিতে পার না ? বৃন্দাবন কোন উত্তর না দিয়া উঠিয়া নড়াইয়া বলিন, বেলা হ’ল। চরণ, তুই থাকুবি, না যাবি রে ? থাকুবি ? আচ্ছা থাক্ । তোমার ইচ্ছে হলে যেয়ে। আমার বিশ্বাস, ও-বাড়িতে ওর হাত ধরে মায়ের সাম্নে গিয়ে দাড়ালে তোমার খুব মস্ত অপমান হ’ঠে না। যাক