পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ w পণ্ডিতমশাই আমি চাষা-ভুষোর দল থেকে সম্পূর্ণ পৃথক্ মনে করেই অমন কথা বলে ফেলেটি। যদি জানতুম, তুমি নিজেকে ওদের সঙ্গে জড়িয়ে নিয়ে রণ " কবে, কখন এ কথা মুখ দিয়ে বার করতাম না। کی ہم ‘‘ o!” বৃন্দাবন কছিল, তাও জানি। কিন্তু তুমি স্বালা করে .ெ vআলাদা হতে পারি নেভাই। আমার সাতপুরুষ এদেশের ছোটলোকদের । সঙ্গে মিলে রয়েচে । আমিও চাষ, আমিও নিজের হাতে চাষ কুবাদ করি। কেশব, এই জন্তেই তোমার পাঠশালায় ছেলে জোটে নি—আমার পাঠশালায় জুটেচে । আমি দলের মধ্যে থেকেই বড়, দল-ছাড়া বড় মই, BB BB BBB LL BBB BBB TBBBSBBBB BBSBBS BB BK করে নি। আমরা অশিক্ষিত দরিদ্র, আমরা মুখে আমাদের অভিমান KBB SBBB BBBS BBB BBBB BB BBBS BBBB BBB স্বীকার করি, কিন্তু আমাদের অন্তর্যামী স্বীকার কারন না ; তিনি তোমাদের ভাল কথাতেও সাড়া দিতে চান না। কেশব লজ্জায় ও ক্ষোভে অবনত মুখে শুনিতে লাগিল । e বৃন্দাবন কহিল, জানি, এতে আমাদেরই সমূহ ক্ষতি হন, তবুও আমরা . তেম্পদে আত্মীয় শুভকাজী বলে মেনে নিতে ভয় পা , দেখতে পাও না ভাই, আমাদের মধ্যে ছাতুড়ে বছি, হাতুড়ে পণ্ডিতই প্রশং-প্রতিপত্তি Talड अय्छ-:दमन আমি করেচি, কিন্তু তোমাদের মত বড় ডাক্তার প্রফেসারও আমল পায় না। আমাদের বুকের মধ্যে এ দত করেন, ! তোমাদের এই অশ্রদ্ধার করুণ, এই উচুতে বসে নিচে ভিক্ষ ওয়ার্তার রিবেধে তিনি মুখ ফেরান। نامه এখার কেশব প্রতিবাদ করিয়া কহিল, কিন্তু মুখ ফেয়ানো অন্যায়। আমরা বাস্তবিক তোমাদের ঘুণ করি নে, সত্যই সঙ্গল কামনা করি । তোমাদের উচিত, আমাদের সম্পূর্ণ বিশ্বাস করা । কিসে ভালো হয়, না