পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vく - প"িম" বৃন্দাবন উদ্বিগ্ন মুখে কহিল, এই সময়ে কি ক’ব তোমাকে এক রেখে যাৰ মা ? ধর যদি– t মা একটু হাসিলেন। বলিলেন, সে ত সুসম তখন জাম্ব, আমার কাজ শেষ হয়েচে, ঠাকুর তার ভার ও দিতে চান। তাই হোক বৃন্দাবন, আমার আশীৰ্ব্বাং নিয়ে তোরা শ যা, আমি আমার T ঠাকুরঘর নিয়ে স্বাছন্দে থাকৃতে পারব। to ) জননীর অবিচলিত কণ্ঠস্বরে অন্তত্ৰ পলাইবার আশী দাবনের তিরোহিত হইয়া গেল। কয়েক মুহূৰ্ত্ত ভাবিয়া লইয়া সেও দৃঢ়স্বরে কহিল, তা হলে আমারও যাওয়া হবে না। তোমার ঠাকুর আছে, আমারও মা আছেন। নিজের জন্য আমি এতটুকু ভয় পাই নি না, শুধুচরণের মুখের দিকে চাইলেই আমি থাকৃতে পারি নে। কিন্তু ধাওয়া যখন কোনমতেই হতে পারে না, তখন আজ থেকে তাকে ঠাকুরের পয়ে সাপ দিয়েই নিশ্চিন্ত হয়ে নিৰ্ভয়ে থাকুব । এখন থেকে আর তুমি আমার শুকনে মুখ । দেখতে পাবে না মা ! * তারিণী মুখুয্যের ছোটছেলে মরিয়াছে। পরদিন সকাল-বেলবৃন্দাবন কি কাজে ঐ দিক দিয়া আদিঠেছিল, দেখিতে পাইল, তাহাদৎ পুকুরের ঘাটের উপরেই, একটি স্ত্রীলোক কতকগুলি কাপড়-চোপড়' কাচিতেছে । কতক কাচা হইয়াছে, কতক তখন ও বাকি আছে । বস্ত্রখণ্ড গুলির চেঙ্গর দেখিয়াই ‘বৃন্দাবন শিখরিয়া উঠিল । নিকটে আসিয়া ক্রুদ্ধস্বরে কহিল, মড়ার কাপড়-চোপড় কি হ’লে আপনি ..র পুরা করচেন ? . g স্ত্রীলোকটি ঘোমটার ভিতর হইতে কি বলিল, তাই বোঝা গেল না । বৃন্দাবন অগিল, যতটা অন্যায় করেচেন, তার ত আর উপায় নেই, কিন্তু আর ধোবেন ন—উঠে যান ।