পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ b"○ দে পরিষ্কৃত অপরিস্কৃত বস্ত্রগুলি তুলিয়া লইয়া গেল। বৃন্দাবন জলের দিকে চাঙ্গি কিছুক্ষণ শুদ্ধভাবে দাড়াইয়া থাকিয় উঠিয় সিতেছিল, তারিণী দ্রুতপদে এইদিকৈ আসিতেছে। একে পুত্ৰশোকে কাতর, তাঙ্গতে এই অপমান, আসিয়াই পাগলের মত চোখ মুখ করিয়া বলিল, তুমি নাকি আমার বাড়ির লোককে পুকুরে নাবতে দাও নি ? - বৃন্দাবন কহিল, তা নয়, আমি ময়লা কাপড় ধুতে মান করেচি। তারিণী চোইয়া উঠিল, বলিল, কোথায় ধোবে? থাকুব বাড়লে, ধুতে যাব বাদবাটতে ? উচ্ছন্ন যাবি বৃন্দাবন—উচ্ছন্ন যাবি। ছোটলোক হয়ে পশ্বসার জোরে ব্রাহ্মণকে কষ্ট দিলে নিৰ্ব্বংশ হবি । বৃন্দাবনের বুকের ভিতর ধড়া করিয়া উঠিল, কিন্তু চেঁচাচেচি করা, কলঙ্ক করা তাঙ্গর স্বভাব নয় ; তাই আত্মসংবরণ করিয়া শান্ত ভাবে কহিল, আমি এক উচ্ছন্ন ঘাই, তাতে ক্ষতি নাই ; কিন্তু আপনি সমস্ত পাড়াটা যে উচ্ছন্ন দেবার আয়াজন করেতেন। গ্রাম উজাড় হয়ে যাচ্চে, শুধু পাড়াটা ভাল আছে, তাও আপনি থাকতে দেবেন না ? ব্রাহ্মণ উদ্ধতভাবে প্রশ্ন কংিল, চিরকাল মানুষ পুকুরে কাপড়-চাপড় কাচে না ত কি তোমার মাথার ওপর কাচে বাপু ? বৃন্দাবন দৃঢ়ভাবে জবাব দিল, এ পুকুর আমার। আপনি নিষেধ যদি না শোনেন, আপনার বাড়ির কোন লোককে আমি পুকুরে নাংতে দেখুন। নাবতে দিবি নে ত আমরা যাব কোথায় বঞেদে ? বৃন্দাবন কহিল, এখান থেকে শুধু ব্যবহারের জল নিতে পারেন। কাপড়-চোপড় ধুতি হলে মাঠের ধারের ডোবাতে গিয়ে ধুতে হবে। তারিণী মুখ বিকৃত করিয়া কহিল, ছোটলোক হয়তোর এত বড়