পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 পণ্ডিতমশাই । মুখ ? তুই বলিস্ মেয়ের মাঠে যাবে কাপড় ধুতে ? একলা আমার বাড়িতেই বিপদ ঢোকে নি রে, তোর বাড়িতেও ঢুকবে। বৃন্দাবন তেমনি শাস্ত অথচ দৃঢ়ভাবে জবাব দিল, আমি মেয়েদের যেতে বলি নি। আপনার ঘরে যখন দাসী-চাকল্প নেই, তখন মানুষ হন ত নিজে গিয়ে ধুয়ে আনুন। আপনি এখন শোকোকাতর, আল্পনাকৈ শক্ত কথা বলা আমার অভিপ্রায় নয়—কিন্তু হাজার আf sসম্পতি দিলেও আমি পুকুরের জল নষ্ট করতে দেব না। বলিয়া আর কোন তর্কাতর্কির অপেক্ষা না করিয়া বাড়ি চলিয়া গেল । মিনিট-দশেক পরে ঘোষালমশায় আসিয়া সদরে ডাস কি করিতে লাগিলেন। ইনি তারিণীর আত্মীয়, বৃন্দাবন বাহিরে আসি ই বললেন, ই বাপু বৃন্দাবন, তোমাকে সবাই সৎ ছেলে বলেই জানে, একি ব্যবহার তোমার ? ব্রাহ্মণ পুত্ৰশোকে মারা যাচ্চে, তার ওপর তুমি তাদের পুকুর বন্ধ করে দিয়েচ না কি ? বৃন্দাবন কহিল, ময়লা কাপড় ধোয় বন্ধ করেচি, জল তোলা বন্ধু কুরি নি। o, ভাল কর নি বাপু । আচ্ছ, আমি বলে দিচ্ছি, তোমার ধান্ত রেখে । ঘাটের ওপর না ধুয়ে একটু তফাতে ধোবে। s: বৃন্দাবন জবাব দিল, এই পুকুরটি মাত্র সমস্ত গ্রামের সঙ্গল, কিছুতেই আমি এমন দুঃসময়ে এর জলনিষ্ট হতে দেব না। ’ বিজ্ঞ ঘোষাল মহাশ' রুষ্ট হইয়া বলিলেন, এ তোমা স্থায় জিদ বৃন্দাবন । শাস্ত্রমতে প্রতিষ্ঠা-করা পুষ্করিণীর জল কি? ই অপবিত্র বা বৃন্দাবন এক কথা একশ বার বলিতে বলিতে পরিশ্রান্ত হইয়া উঠিা