পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ bro অবিলম্বে গাড়ীর কাছে আসিয়া উপস্থিত হইল এবং ছেলের পাশে উঠিয়া বসিল। - কুঞ্জনাথের বাটীর স্বমুখে আসিয়া, দড়ির-বাটীর চেহারা দেখিয়া বৃন্দাবন আশ্চর্য হইয়া গেল। চারিদিক অপরিচ্ছন্ন—যেন বহুদিন এখানে কেহ বাস করে নাই। জোর খোলা ছিল, ছেলেকে লইয়া ভিতরে প্রবেশ করিয়াও দেখিল—সেই ভগ । - সাড়া পাইয়া কুমুম ঘ, হইতে দাদা বলিয়া বাহির আসিয়াই অকস্মাৎ ইহাদিগকে দেখিয়৷ ঈর্ষায় অভিমানে জলিয়া উঠিয়া, চক্ষের নিমিষে পিছইয়া ঘরে গিয়া ঢুকিল। চরণ পূর্বের মত মহোল্লাসে চেস্টামেচি করিয়া ছুটিয়া গিয়া জড়াইয়া ধরিল। কুসুম তাছাকে কোলে লইয়া মাথায় রীতিমত আঁচল টানিয়া দিয়া মিনিট-পাঁচেক পরে দাওয়ায় আসিয়া দাড়াইল । বৃন্দাবনজিজ্ঞাসা করিল, কুপ্পদ কৈ ? কি জানি, কোথায় বেড়াতে গেছেন। বৃন্দাবন কহিল, দেখে মনে হয়, এ যেন পোড়ো-বাড়ি। এতদিন তোমরা কি এখানে ছিলে না ? - , 4. T Fil i • , e কোথায় ছিলে ? মাস-খানেক পূৰ্ব্বে কুসুম দাদার শাশুড়ীর সঙ্গে পশ্চিমে তীর্থ করিতে গিয়াছিল, কাল সদ্ধার পর ফিরিয়া আদিয়াছে। সে কথা না বলিয়। তাচ্ছল্য ভাবে জবাব দিল, এখানে সেখানে নান বায়গায় ছিলুম। * BB BB BBB BBBSK BBBB BBB BSBBS BSBBSBS BBB তাহা দিল না দেখিয়া বুন্দাবন নিজেই বলিল, શ রঘুেচি, একটা বসবfর যায়গা দ{ও ।