পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিতমশাই سراb 鹹 কুসুম তেমনি অবজ্ঞাভরে বলিল, কি জানি, কোথায় আসন টাসন আছে, বলিয়া দাড়াইয়া রহিল, এক পা নড়িল না। বৃন্দাবন প্রস্তুত হইয়া অগিলেও এত বড় অবহেলা তাহাকে সজোরে আঘাত করিল। কিন্তু সে দিনের উত্তেজনাবশত: কলহ করিয়া ফেলার হীনতা তাহার মনে ছিল,তই সে কিছুক্ষণ চুপ করিয়া নম্রস্বরে বলিল আমি বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না। যে জন্তে এসেছি, বলি। আমাদের ওখানে ভরি ব্যারাম হচ্ছে, তাই চরণকে তোমার কাছে রেখে যাব । কুসুম এতদিন এখানে ছিল না বলিয়াই ব্যারাম-স্যারামের অর্থ বুঝিল ন, তীব্র অভিমানে প্রজ্জ্বলিত হইয়া বলিল, ও:—তাই দয়া করে নিয়ে এসেচ ? কিন্তু অমুখ বিমুখ নেই কোন দেশে ? আমিই বা পরের ছেলের দায় ঘাড়ে করব কি সাহসে ? বৃন্দাবন শাস্তভাবে কহিল, আমি যে সাহসে করি ঠিক সেই সাহসে । তা ছাড়া তোমাকেই বোধ করি, ও সবচেয়ে ভালবাসে । কুসুম কি একটা বলিতে যাইতেছিল, চরণ হাত দিয়া তাহার মুখ "মিজের মুখের কাছে আনিয়া বলিল, মা, বাং বলেছে, আমি তোমার কাছে থাকুব-নাইতে যাবে না মা ? কুসুম প্রত্যুত্তরে বৃন্দাবনকে শুনাইয়া কহিল, আমার কাছে তোমার থেকে কাজ নেই চরণ, তোমার নতুনমা এলে তার কাছে থেকে। বৃন্দাবন অতিশয় স্নান একটুখানি হাসিয়া কহিল, তাও শুনেচ । আচ্ছ, বলুচি তা হলে । মা একা আর পেরে ওঠেন না বলেই একবার,ও কথা উঠেছিল, কিন্তু তথf cথমে গেছে । o থ{মূল কেন ? তার বিশেষ কারণ আছে, কিন্তু সে কথায় আর কাজ নেই । চরণ, আয় হে, আমরধাই—বেল বাড়চেগ گیری