পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ > সন্তানের প্রতি সাধিয়া গিয়াছ মা ! যদি যথার্থই আমার অজ্ঞানে কলঙ্কে আমাকে ডুবাইয়া গিয়াছ, যদি সত্যই নিজের ঘৃণিত দপের পায়ে আমাকে বলি দিয়াছ, তবে সে কথা স্পষ্ট করিয়া বলিয়া যাও নাই কেন ? কার ভয়ে সমস্ত চিহ্ন এমন করিয়! মুছিয়া দিয়া গৈলে ? আমার অন্তর্যামী যষ্টিালিগকে স্বামি-পুত্র বলিযা চিনিয়াছে, সমস্ত জগতের স্বমুখে সে কথা সপ্রমাণ করিবার রেখামাত্র পথ অবশিষ্ট রাখ নাই কেন ? আজ তাহা হইলে কে আমাকে পরিত্যাগ করিতে পারত, কোন নির্লজ্জ স্বামী, স্ত্রীকে অনাথিনীর মত নিজের আশ্রমে প্রবেশ করিবার উপদেশ দিতে সাহস করিত ? কিংবা সত্যই যদি আমি বিধবা, তাই বা নি:সংশয়ে জানিতে পাদ না কেন ? তখন কার সাধ্য বিধবার সম্মুখে রূপের লোভে বিধবাবিবাহের প্রসঙ্গ তুলিতে সাহস করিত ? এক স্থানে, এক ভাবে বসিয়া বহুক্ষণ কাদিয়া কুসুম আকাশের পানে চোখ তুলিয়া হাত জোড় করিয়া বলিল, ভগবান, আমার যা হোকু একটা উপুীয় করে দাও । হয় মাথা তুলিয়া সগৰ্ব্বে স্বামীর ঘরে ঘাইতে দাও, না হয় ছেলে-বেলার সেই নিশ্চিন্তু নিৰ্ব্বিপ্ন দিনগুলি ফিরাইয়া দাও, আমি fললে ফেশিয়া বাচি । - লম্বোদশ পরিচে্ছদ স্বামী আবার বিপুই করিতেছেন, দিন দাদীর মুখে এই সংবাদ শুনিবার পরে, কি করি, কোথায় পালাই, এম্নি যখন তাঙ্গর মানসিক অবস্থা, সেই সমধেই দাদার শাশুড়ীর সঙ্গে তাঁথে যাইবার প্রস্তাবে সে বিনা বাক্যব্যয়ে যাইতে সন্ম : হইয়াছিল। কুঞ্জর •ို့ কুসুমকে নিতান্তই BBBBB BB BB BBBS SSSBBS eBB BS BBB BB BBBBBB BBBS ছিলেন। ংিস্থ এ সব ছোট-খালে বিষয়ে মনোনিবেশ করিবার সামর্থ্য