পাতা:পণ্ডিতমশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ পরিচ্ছেদ $☾ তা ছাড়া এই পরের মেয়েটি কি পরদার বিবি, না কারু সাম্নে বায় হন না ? ওলো, ও যেমন করে বার হতে জানে, তা দেখলে আমাদের বুড়ে মাগীদের পর্য্যন্ত লজ্জ হয় । . . ব্ৰজেশ্বরী বুঝিল, মা কি ইঙ্গিত করিয়াছেন, তাই সে থামিয়া গেল । তাহার মনে পড়িল, এই কুসুমেরই কত কথা, কত ভাবে, কত ছনে, সে দুদিন মীগ মায়ের সহিত আলোচনা করিয়াছে। কিন্তু তখন আলাদা । কথা ছিল, এখন সম্পূর্ণ আলাদা কথা দাড়াইয়াছে। তখন কুকুকে সে ভালবাসে নাই, এখন বাসিয়াছে ; বরং এ ধরণের ভালবাসী, ভগবানের আশীৰ্ব্বাদ ব্যতীত দেওয়াও যায় না, পাওয়াও যার না । ব্ৰজেশ্বরী যাইবার জন্ত উদ্যত হইয়া গোবৰ্দ্ধনের মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, গোবৰ্দ্ধ দাদা, ভারি লজ্জার কথা ভাই, মুখে ফুটে বলতে পারলুম না, কিন্তু আমি দেখেছি । দাদার মত আসতে পার ত এসে, না হলে তোমার অদৃষ্ট দুঃখ আছে—যে দুঃখ মাও ঠেকাতে পৰে না, তা বলে দিচ্চি। বলিয়া নিজের ঘরে চলিয়া গেল । মা কহিলেন, কি হয়েচে রে গোবৰ্দ্ধন । - গে"। মুখ রাঙ্গা করিয়া বলিল, তোমার দিলি মালি, আমি জানি নে—কোন পাল ঝোপের ভিতর—মইfর ঘলচি—একটা দাতন ভাঙতে—জিজ্ঞেস করবে চল ময়রাদের দোকালে—আসুক ও আমার সঙ্গে ASBBBS BBBBSS SBSBBSBBB BBBB BBB BBBB BBB KBBS ব্ৰজেশ্বরী কাপড় ছাড়িয়া কুসুমের ঘরে গিয়া দেখিল, তখনও সে ভিজ কাপড়ে শুদ্ধ ইয়া জানাল ধরিয়া দাড়াই মারের দিকে চাহিয় আছে। পদ-স্ট্রে মুখ ফিরাইয়। রুদ্ধকুণ্ঠে বলিয়া উঠিল, কেন বেী, আমার কথা তুমি কথা কতে গেলে ; আমাকে কি তুমি এখালেও টিকুতে দেবে না ? to