পাতা:পত্রপুট-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


সূচী
এক জীবনে নানা সুখ দুঃখের এলোমেলো ভীড়ের
দুই আমার ছুটি চারদিকে ধূ ধূ করছে
তিন আজ আমার প্রণতি গ্রহণ করো, পৃথিবী ১১
চার একদিন আষাঢ়ে নামল ১৬
পাঁচ সন্ধ্যা এল চুল এলিয়ে ১৯
ছয় অতিথিবৎসল ২৪
সাত চোখ ঘুমে ভেরে আসে ২৬
আট আমাকে এনে দিল এই বুনো চারাগাছটি ৩১
নয় হেঁকে উঠল ঝড় ৩৪
দশ এই দেহখানা বহন ক'রে আসছে দীর্ঘকাল ৩৭
এগারো ফাল্গুনের রঙিন আবেশ ৪০
বারো বসেছি অপরাহ্নে পারের খেয়াঘাটে ৪৩
তেরো হৃদয়ের অসংখ্য অদৃশ্য পত্রপুট ৪৮
চোদ্দ ওগো তরুণী ৫২
পনেরো ওরা অন্ত্যজ, ওরা মন্ত্রবর্জিত ৫৪
ষোলো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে ৬৩
সতেরো যুদ্ধের দামামা উঠল বেজে ৬৬
আঠারো কথার উপরে কথা চলেছ সাজিয়ে দিনরাতি ৬৮