পাতা:পত্রপুট-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পত্রপুট

হঠাৎ সুরে সুরে এমন একটা মিল হোলো
যা আর কোনোদিন হয়নি।
সেদিন বেজে উঠল যে-রাগিণী
সেদিনের সঙ্গেই সে মগ্ন হোলো
অসীম নীরবে।
গুণী বুঝি বীণা ফেললেন ভেঙে।
অপূর্ব সুর যেদিন বেজেছিল
ঠিক সেইদিন আমি ছিলেম জগতে
বলতে পেরেছিলেম—
আশ্চর্য।

শান্তিনিকেতন ৪ মে, ১৯৩৫