পাতা:পথের দাবী নাটক.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশ্য পথের দাবী brసె তাহারা পাশের পোপে প্রবেশ করিল। সেখানে কতগুলি নরনারী মিলিয়৷ মদ পাষ্ট্রতেছিল, হারমোনিযম, তবলা, বাজাইন্তে ছিল । "ভারভা ও অপূৰ্ব্ব কিছুকাল চুপ করিয দাড়াষ্ট্য রছিল। অপূৰ্ব্ব পকেট হইতে ক্ৰমীল বাহির করিষা নাকে চাপ দিল ভারতী । মিস্ত্রি মশাই! কাল আমাদের মিটিং । যাওয়া চাই । কানাচাদ । চাই বই কি দিদিমণি । এক পাত্ৰ সদ গলায় ঢালিফা :দaা ভাবতী । হোমব ছাড়া এত বড় কাবখানা কি একদিনও চলে ? তামবাই তো এব সত্যিকবেব মালিক । অনেকে। ঠিক ! ঠিক ! ভারতী ৷ অথচ কত কষ্ট তোমাদের একবীর ভেবে দেখ দিকি । যখন তখন বিনা দোণে মালিকেবা তোমাদের ছুতে মেরে তাড়িযে দেয়। তারা যে ক্রেীব ক্রোর টাকা লাভ করে সে কাদেব দেীণতে, কাদেব গায়ের রক্ত জল-কবা পরিশ্রমে ? দুলাল। সব ফস করে দিতে পাবি। এমন একটা ধণ্ট ঢিলে করে বেথে দেব সে কড়, কড়, কডাৎ । ব্যস্ ! কাবখানা ফস1 । ভারতী। না, না, দুলাল, ও স কাজ কথখনো করো না। শুধু তোমবা এক হয়ে দাড়িয়ে একবাব বল অবিচার তোমরা সইবে না। লোকগুলো সব উঠিয়া দাড়াইল । অপুর্ণ ভারতীর মুখ চাপিয ঘরিয়া চীৎকাল করিযী উঠিল অপূৰ্ব্ব । না, না, না, এ সব কথা আপনাকে আমি বলতে দোব না । তাহার কথা শেষ হইতে ন হইতে অঙ্গ দ্বার দিয়া স্বমিত্রা ও তলোয়াংকর প্রবেশ করিল। স্বমিত্রীর গাধে সবুজ রঙয়েয় কোট, হলুদ রঙের শাডি