3br পথের দাবী তৃতীয় অঙ্ক জগদীশ । আপনার কথাই ঠিক গেলে । বৰ্ম্মাতে সত্যিই Conspiracy; fog of its of নিমাই। আমার কথা অক্ষরে অক্ষবে মিলে বাবে ; তুমি দেখে নিও । মং সাহেবের বাড়ীতে পুলিশকে গুলি করে যে পেশোয়ারী শালওয়ালা পালিয়ে গেল, সেই আবার শিখ হয়ে কাল রেঙ্গুণে দেখা झिल । জগদীশ । কিন্তু মং সাহেব তো কিছুতেই স্বীকার করছেন না । আীর তীর জামাইদেব মাঝে যার খববট দিয়েছিল, তাদের একজন গেল মবে, আর একজন ভায়রা-ভাইকে খন করে হলো ফেরায । বিলাস । আব সেই ব্যায়লাওলt vagabondটারও কোন পাত্তা নেই। নিমাই। তযুত একদিন দেখলে সেই বাটিই সব্যসাচী ! আমি তোমাকে বলচি জগদীশ, মং সাহেবেব জামাই জামাল ফেরীর হয়নি। তাকেও খুন কবেচে । বিলাস । বলেন কি ! জগদীশ । কে খুন কবলে ? নিমাই । সেই পেশোয়ারী শালওযাল, সব্যসাচী । esiâ;*f I fg*; dead body ? finis A dead body devoured by wild animals tells no tale ! কোন পাহাড়ে অথবা কোন জঙ্গলে জামালের মৃতদেহ ভয়ত জানোঘাবেব খাদ্য হয়েছে । বিলাস । আচ্ছ, আপনার কি মনে হয় তলোয়ারকরের সঙ্গে সব্যসাচীর কোন যোগ আছে ? নিমাই। যদি চেলিয়ার চকিতে দেখা সেই শিখ মহাপ্ৰভু সত্যই
পাতা:পথের দাবী নাটক.djvu/১০৯
অবয়ব