বিষয়বস্তুতে চলুন

পাতা:পথের দাবী নাটক.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃপ্ত পথের দাবী ృ aసె সকলে । না, না । ব্রজেন্দ্র। ভারতীর কি ? তিনি ত মনের অনন্দে ওঁকে নিয়ে ঘর করবেন । ডাক্তার। ব্রজেন্দ্র, ব্যাটাভিয়াতে একবার তোমাকে শাস্তি দিতে বাধ্য হয়েছিলুম। দ্বিতীয়বার আমাকে যেন তা করতে না হয়। স্বমিত্রা। অপুর্বর এত বড় অন্যায়কে যদি আমরা প্রশ্ৰয় দিই, তাহলে আমাদের সবই যে ভেঙেচুরে ছত্রভঙ্গ হয়ে যাবে। ডাক্তার। যদি যায় ত উপায় কি ? স্থমিত্রা । ডাক্তার আমরা সকলেই একমান্ত । তলোয়ারকর। দেশের জন্ত,স্বাধীনতার জন্ত, আমরা কিছুই মানব না । #p of:gio I Our will must prevail. proft; I Must it. ব্ৰজেন্দ্র। ভয় দেখিয়ে আপনি আমাকে দাবিয়ে রাখবার চেষ্টা করবেন না। আপনার একার মতে কিছুই হতে পারবে না । ডাক্তার সকলের মুখের দিকে চাঙ্কিল ডাক্তার। তোমরা ত জান, আমার একার মত তোমাদের একশ জনের চেয়েও বেশি কঠিন । ভয় নেই ভারতী, অপূৰ্ব্বকে আমি 'श्रखश्च नेिलूब ।। ভাবতী । কিন্তু দাদা ওঁরা, ওঁরা ত অভয় দিলেন না । ডাক্তার ৷ এখনো দেয়নি সত্য । কিন্তু একথা শুরা বোঝেন যে আমি যাকে অভয় দিলুম, তাকে স্পর্শ করা যায় না। এই কটা আঙুলের চাপে আজও ব্রজেক্সের মত বড় বাঘের থাবা গুড়ো হয়ে বাবে । কি বল ব্রজেন্দ্র ? অপূৰ্ব্ব যেন বৰ্ম্মার আর না থাকে—দেশে ফিরে যাক।