পাতা:পথের দাবী নাটক.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃপ্ত পথের দাবী ృృt ভারতী। কি করচ দাদা। সত্যিই কি একেবারে হৃদয়হীন ? ডাক্তার। হৃদয় বলে একটা পদার্থ হয়ত ছিল, কিন্তু আজ তা সত্যই হারিয়ে ফেলিচি। তারপর কবি, নবতারা এবাব কাকে বিয়ে করবেন ? শশি । বিয়ে তাদের হয়ে গেছে আজই। তার রেঙ্গুণ বেড়াতে গেছে । ডাক্তার। ভাগ্যবান ব্যক্তিটী কে শুনতে পাই । শশি। সেই যে আহমেদ। ফল মতন চমৎকার দেখতে, কুট সাহেবের মিলের টাইম-কিপাব অজি—তারই সঙ্গে নবতাবার বিযে হয়ে গেছে । ভারতী। আপনি এখন কি করবেন শশিবাবু ? শশি । এতদিন যা করে এসেচি । ডাক্তার। আবাব মদ ধর কবি । শশি । না, নবতারার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কবেচি, মদ আর ছোব না। কাজ কি তার অমঙ্গল করে। এখন কাজের কথাটা বলে নি ডাক্তার। ওই যে খামট আপনার হাতে রয়েচে ওর মাঝে পুরো দশহাজার টাকা নেই । যা আছে তাই আপনি নিন। ডাক্তার। এ টাকা তুমি আমাকে দিলে ? শশি। হুঁ, আমার আর কি হবে ? আপনি নিন। কাজে লাগবে । ডাক্তার। কত টাকা আছে ? শশি । সাড়ে চার হাজাব। পঞ্চাশটা টাকা আমাকে দেবেন। ডাক্তার। সাড়ে পাচ হাজার টাকা এরই মাঝে তুমি খরচ করে ফেলে ? শশি । এসব জিনিষ পত্তর কিনতে হলো, আংটাও কিনতে হলো,