পাতা:পথের দাবী নাটক.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$'ృతి श्रंंब्र क्ांशेौ চতুর্থ অঙ্ক নবতারার জন্যে বেশ ভালো দেখেই একটা কিনিচি। তা ছাড়া নবতারাকেও পাচ হাজার দিতে হলো কিনা ৷ ভারতী। তাকে আবার কবে টাকা দিলেন ? শশি। আজই দিলুম। আহমেদ ত মোটে ত্রিশটি টাকা মাইনে পায়। ওরা বিয়ে করেচে। একটা বাড়ী না কিনলে চলবে কেন ? ডাক্তার। তা কখনো চলে । ভারতী চোখে আঁচল দিয উঠিব পেছন দিকে গেল ভারতীর মন বড় নরম । যাক ন নবতার, তবু ত ভারতী আমাদের আছে, এত দুর্দশাতেও এ অমূল্য রত্নটি আজও বাংলার খোয়া যায় নি। ভারতী। ফেরবার সময় কি হয় নি দাদা ? ডাক্তার। না, এখনো সময় হয় নি। শশি, ভাই এ টাকাটা তুমি রেখে দাও । শশি । আমার এ টাক আপনি নেবেন না ? ডাক্তার। তুমি বাঁচবে কি কবে শশি । মদ গেল, নবঙ্গর গেল, যথা সৰ্ব্বন্ধ বিক্রি করা টাকাও যদি যায়, তুমি ত বঁচিবে না । ভারতী ৷ তামাসা করা সহজ দাদা । কিন্তু সত্যি সত্যি এ কথাটা একবার ভেবে দেখ দিকি । ডাক্তার। ভেবে দেখেই বলচি ভারতী। কাল সবই ছিল, আঞ্জ ওর জীবনের যা কিছু আনন্দ, যা কিছু সাম্ভুনা, এক দিনে এক সঙ্গে ষড়যন্ত্র করে যেন ওকে ত্যাগ করে গেল। তবু কারও বিরুদ্ধে ওর নালিশ নেই, বিদ্বেষ নেই ; এমন কি আকাশের পানে চেয়ে একবার সজল চক্ষে বলতেও পারলে না, যে ভগবান ! আমি কারে মন্দ চাইনে, কিন্তু তুমি ঘদি সত্য হও ত এর বিচার কোরে ।