পথের দাবী প্রথম অঙ্ক চ্যাং পাইপ মুখে প্রবেশ করিল এবং সোফার বসিয়া চোখ বুজিয়া পাইপ টানিতে লাগিল জামাল । চীনে ব্যাট আবার মরতে এখানেই এল। তোমাক বোনের যা রুচি ! শেষটার ঐ চীনেটাকে বিয়ে করলে ! মিসেস জামাল । বাবার চার মেয়ে আমরা• • • sièa And how blessed the husbands are .. মিসেস জামাল। বাবার চার মেয়ে আমরা, বেছে লেছে চাকটি রত্ব বিয়ে করেছি। sièa A jackdaw, a donkey, a fox and a crocodile ! মিসেস চ্যাং প্রবেশ করিল। স্বামীর পাশে বসিয়া আঙ্গুল দিব স্বামীর চোখ টানিয়া খুলিয়া দিতে দিতে কহিল মিসেস চ্যাং । এ বাড়ীতে যতক্ষণ থাকবে, চোখ মেলে সব কিছু দেখবে । বাবার বিষয় সবান ভাগ হওয়া চাই । জামাল । তোমার বোনটির নজর রয়েচে বাবার বিষযের ওপর । মিসেস জামাল। আমীরে। তাই আছে । তৃতীয় কন্থাকে লইবা রাইমোহন ভট্টাচার্ল্যের প্রবেশ রাইমোহন । তুমি কিছু ভেব না। আমি বাঙ্গালী । আমার বুদ্ধি বিজুলীর চমক লাগিয়ে আদালত-এজলাসের হাকিম-উকিলদের মগজ ঘুলিগে দেবে। একটি পয়সাও কেউ পাবে না । তাহার টেবিলে বসিল মিসেস চ্যাং। ফের চোখ বুজে ঢুক তুমি ! bris I Never mind t A chimaman sees while he sleeps.
পাতা:পথের দাবী নাটক.djvu/১৩
অবয়ব