এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয় দৃশ্য টেলিগ্রাফ আপিল, সিগনালার বলিয়। ঝিমাইতেছে, হীরাসিং মাথা বাড়াইয়া ভিতরটা দেখিয়া লইল, তারপর সব্যসাচী ও সুমিত্র প্রবেশ করিল সব্যসাচী । মশাই কি ঘুমুচ্চেন ? সিগনালার । কে ? ( উঠিয়া দাড়াইয়া চোখ মুদিয়া ) কি চাই “আপনাদের ।
- RJotSt I Dont you worry mister 1 of sixta #1 মিসেস ব্যনার্জি, তাই বিজ্ঞান সম্বন্ধে বন্ড কৌতুহলী । আপনিও দেখচি আমাদেরই মতো বাঙালী ।
সিগনালাব । আজ্ঞে ইঁ্য । সব্যসাচী । হতেই হবে, মাথার কাজ বাঙালী ছাড়া চলে কখনো ? সিগনালার। আমি বি-এ ক্লাশ অবধি পড়েছিলাম । সব্যসাচী । বটে ! ফেল না করলে ত বিদ্যাসাগর হতে পারতেন । সিগনালার । বরাত স্তাব । বিদেশে এই সিগনালারের কাজ করতে ইচ্ছে । সব্যসাচী । দুঃখ করবেন না, বিজ্ঞানের যুগে বৈজ্ঞানিকের কাজ করচেন, তা কি তুচ্ছ ! সিগনালার। দায়িত্ব ত কম নয় । সব্যসাচী । ই্যা হ্যা, সারা পৃথিবী আঙ্গুলের ডগায় নিয়ে বসে থাকেন, বাসুকীর চেয়ে বড় আপনার । w সুমিত্র । আচ্ছা, আপনার এই কলের সাহায্যে কেমন করে কথা বলেন ।