পাতা:পথের দাবী নাটক.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*S२ था। পথের দাবী চতুর্থ অঙ্ক সিগনালার। এক এক রকম শব্দে এক একটা অক্ষর হয়, তাই মিলিয়ে হয় কথা । স্বমিত্রা গালে হাত দিয বিস্ময়ের ভাণ করিল टूरनिखीं । ईंjां ? সিগনালাব। (গদগদ স্বরে ) হ্যা ! ইr ! সুমিত্র । খুব শক্ত কাজ ত । সিগনালার । না না এমন অর্ণব শক্ত কি ? সুমিত্রী । আমি একবার ওই কলগুলো দেখতে পারি ? সিগনালাব । দেখবেন । সুমিত্র । প্রে, ডেণ্ট বিফিউজ মি ! সিগনালার । আচ্ছ, দেখুন। কুমিত্র টেবিলে বসিয়া কল টিপতে লাগিল আশ্চৰ্য্য ! আপনি ঠিক পাবচেন ত ! সব্যসাচী। বিদুষী কি না ! সিগনালাব । না, না, ন, ও কি করচেন, আপনি যে জানেন দেখচি । সব্যসাচী। বল্লম যে বড়ই বিদূষী : সিগনালাব । করচেন কি । সিঙ্গীপুরকে ডাকচেন কেন ? সুমিত্র । সিঙ্গীপুর পাওয়া যাবে নাকি ! How thrilling. সিগনালার। না না, দয করে আপনি উঠন, কোন মেসেঞ্জ নেই আমার । সব্যসাচী দুই হাত দিয়া তাঙ্গর কঁধি ধরিবা তাহাকে ঘুরাইয়া লইয়া কহিল— সব্যসাচী । মেসেজ তোমার নেই, কিন্তু আমার আছে, হীরাসিং । হীরাসিং দুয়ারের কাছে থেকে ছুটিয়া আসিয়া কহিল—