প্রথম দৃশ্য পথেৰ দাবী ن মিসেস ভট্টাচার্য। তোর ভাগ্যি ভাল বোন। স্বোয়ামী ঘুমিয়ে ঘুমিয়েও দেখতে পায়। তোকে ঠকৃতে হবে না । জামাল। কিন্তু তোমাকে ঠকাবে ওই ভট্টচার্য, সে আমি বলে দিচ্ছি । রাইমোহন। আমি ঠকাবে আমার স্ত্রীকে ! জামাল । আধুলবৎ । রাইমোহন । খবরদার বলছি জামাল। জামাল। মুখ সামালকে ভট চায । afen I Fight it out ! Fight it out ! মিসেস ব্রাউন প্রবেশ করিল মিসেস ব্রাউন। বাড়ীটাকে যে মেছোহাটা করে তুল্লে ! sièa Let them, darling l Let them break each others head. And we will gather the spoils of war. রাইমোহন । তোমব ত জগদ্দল পাথর, বুকে চেপে রয়েছ। জামাল । সাহেব লোক ভালে । কিন্তু তুমি বাঙালী, আর ওই সেজ চীনে বহুৎ হারামী আছ । মিসেস ভট্টাচাৰ্য্য। জাত তুলে গাল দেওয়া কিসের জন্তে । মিসেস চ্যাং । আমার স্বামী চীনে বলে কেউ যে তাকে তুচ্ছ করবে, তা আমি সইব না । মিসেস জামাল । বাবার চার মেয়ে আমরা, চার জাতেব চারটি পুরুষকে বিষে করেছি। বাবা বলেছেন বিষয় সমান চার ভাগে বখরা করে দেবেন। তাই আমরা বুঝে পড়ে নেব । তাতে আর ঝগড়াঝাটি কেন ?
পাতা:পথের দাবী নাটক.djvu/১৪
অবয়ব