পাতা:পথের দাবী নাটক.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विडौद्ध झुश्र পথের দাবী ) సె নিমাই। দেখাই যাক। তোমার নাম কিহে কৰ্ত্ত ? গিরিশ। আজ্ঞে, গিবিশ মহাপাত্র । নিমাই ৷ একদম মহাপাত্র। গিরিশ। আজ্ঞে, ছোট লোকের কাজ করি, তবু বাপদাদাব ঐ পদবীটা নামের শেষে রযেচে বলে ভাই-বেরাদার ইয়ার-বন্ধু একটুখানি খাতিব কবে । কাসিতে লাগিল রমেন শশি কবিকে লইয়। প্রবেশ করিল । দেপা গেল শশির বগলে বেহালার বাক্স রমেন । এই যে Sir, ষ্টেশনে একে পাওয়া গেল । ট্রেন থেকে নেমেচেন কিন্তু টিকিট নেই। শশি গিরিশ মহাপাত্রকে দেখিযা হো হো করিয়া হাসিবা উঠিল নিমাই । এই ! হাসচ কেন ? অাবে ! পাগল নাকি ! শশি । ন! Sir ! চেহারা আবে কাপড় চোপড় দেখচেন Sir ! নিমাই । থাম, খাম, অমন করে চেসনা ! শশি তবু হাসিতে লাগিল। শিরিশ পী পা করিয়া শশির কাছে গেল গিরিশ । আপনাব ব্যায়লাট একটিবার দেবেন ? নিমাই । তুমি ব্যায়লা বাজাতে পার নাকি মহাপাত্র ? গিরিশ । অজ্ঞে, সখের মাঝে ওই জিনিষটাই আছে। সাড়ে তিন বছর হাত ঘসেচি । নিমষ্টি । দাও ত হে, তোমাব ব্যায়লাট । শশি বেহাল দিল। গিরিশ মেঞ্জেয় বসিয়া বেহালা বাজাইল । শুনিয৷ অপূৰ্ব্ব, শশি, যুমেন হো হো করিয হাসিয়া উঠিল। গিরিশ বাজনা থামাইযা ককৰ্ণ চোখে তাহাদের দিকে চাহিল ।