বিষয়বস্তুতে চলুন

পাতা:পথের দাবী নাটক.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশু পথের দাবী \צס অপূৰ্ব্ব । মুখ খারাপ করিসনে, চলে আষি । তেওয়াবী । আওনাবে শাল। —আও বাবু মেবা সাথ—আও— वींदू অপূৰ্ব্ব । কি পাগলামো কবচিস তেওয়ারি। বিদেশ বিভূই ঠাই । শেষে একটা ফৌজদাবি মামলা বাধাবি ? তেওয়ারী। কি কোবৰে বোলে ? র"মই শেষ করে হামি বসলো, আউর শালা সচিব ওপরসে পানি গিরায়ে দিলো। মেলেছ কা পানি থানা’পর গিরলে হিন্দুলোক কখনো তা খেতে পারে ? অপূৰ্ব্ব । তুই চল, ঘরে চল । তেওয়ারী । ই চলে দেখবে। খুচউ গডিমে পানি, বৰ্ত্তনাম পানি, বিস্তাব বকস টিধিল ট্রাঙ্ক, সব কুছপর পানি। কিতাব কাগজ ভি তোমার পানিমে ভিজে গেলে । অপূৰ্ব্ব ৷ ই সাহেব এরকম কবে জল ঢেলে দিলে কেন ? তেওয়াবী । আবে গিযান বিবেচনা থাকবে ত কিস্তান কেনে গেবে, বাবু? দক পিয়ে সাগৰ ওপৰমে নাচ তথা । হামি ভাবলো কাঠ কো ছাদ শিবপব ভেঙ্গে পোড়বে । তো আমি বলে—সাহাব মত নাচনী । ত নাচনী । আউর র্কাঙ্গ বাবে ? সাহাব ওপব সে কালো কালে পানি গিবাধে দিলো, অব হামাদেব ঘোরে যম্নাক জোয়ার বহে গেলে । অপূৰ্ব্ব । ভগবান না মাপালে এমনই মুখের গ্রাস নষ্ট হলে যায় । তেওয়ারা। হামার বাত শুনো, ছোটাবাব। এহি বেtঠী তৃম ছোড় দেও। অপূৰ্ব্ব । তোর মতে আমাদেব পালিয়ে যাওযাই ভালো, না ? তেওয়ারী। তুরন্ত । রাগে হামিও কামঠে৷ বহুৎ খাবাপ কোরলো, সাঙ্কণবকে বহুৎ গালি গালাজ করলো ।