wరిNు পথের দাবী প্রথম অঙ্ক ভারতী। না। এই বাতের বেলায় আর আপনাদের ধোয়'-মোছার কষ্ট দিয়ে লাভ নেই। হাত বাড়াইয়া টুক্রিটি লইয়া প্রস্থান তেওয়ারী। ও দইয়ারে দইয়া ! শাল পাপ নিকুলে গেল । তেওধারীর প্রস্থান অপূৰ্ব্ব । তার মিনতির, তার ব্যগ্রতার, তার বিনয় নম্র ব্যবঙ্গরের কোন দাম নেই। সৰ্ব্বস্ব হয়ে রইল আচার। রামদাস তলোযারকরের প্রবেশ রামদাস। বাবুজি— অপূৰ্ব্ব । রামদাসবাবু! রামদাস । নামেল প্রথম অংশ আমার পছন্দ হয় না । তলোয়াবকর বলেই আমি পরিচিত হতে ভালবাসি। কেন না তলোয়াব ইস্পাতেব, আর তাতে ধার থাকে বলে সব কিছু কাটে । আৰ বলতে পাবেন বুদ্ধিতেও আমার মরচে ধরে না । হাঃ হাঃ হাঃ ! অপূর্ব। হ্য, দেখুন মিঃ তলোয়ারকর, এ বাড়ীতে আমাদেব থাকা হবে না । তলোয়ারকর । কেন বলুনত ! অপুর্ব। আমাদের ওপর বড় উপদ্রব চলচে। তলোয়ারকর । সে কি ! অপূৰ্ব্ব । ওপরে একটা মাতাল ফিরিঙ্গি থাকে। তলোয়ারকর। তাতে আপনার কি বাবুজি ? অপুর্ব। তার একটা মেয়ে আছে।
পাতা:পথের দাবী নাটক.djvu/৪৭
অবয়ব