8е পথের দাবী প্রথম অঙ্ক রাইমোহন । আমার হুকুম। নবতারা। দেশে গিয়ে খাব কি ? রাইমোহন । আমি টাকা পাঠাব । নবতাবা । তোমার টাকা অামি নোব কেন ? রাইমোহন। টাকা নেবে না বদি, তবে টাকা দিইনি বলে অনুযোগ করছিলে কেন ? নবতারা । অন্তযোগ করিনি। কথাটা শুধু তোমায় মনে করিয়ে দিয়েচি । রাইমোহন । আমি তোমায় নিয়ে ঘর করবোন । নবতার। সে অামি জানি । রাইমোহন। তবে কি আশীয় রেজুণে পড়ে থাকতে চাও ? নবতারা । নিজের বাসনা চরিতার্থ করবার আশায । রাইমোহন। আমার মুখের ওপর একথা বলতে তুমি সাহস পাও ! নবতারা । তোমাকে আর ভয় কিসের । তুমি বাও, বেখানে ইচ্ছে, যার কাছে ইচ্ছে, চলে যাও তুমি । তোমার সঙ্গে আমার কোন সম্বন্ধই আর নেই। দ্রুত চলিযা গেল। রাইমোহন কিছুকাল তাহার দিকে চাহিয়া দাড়াইয়া কহিল রাইমোহন ৷ ইস্ ! তেজ দেখিয়ে চলে গেল। আচ্ছা দেখা যাবে। বেগে ঘুরিরাই দেখিল পশি দ্বাডাইয়া আছে শশি । এই যে ভট্টচার্য মশাই । আমার আগেই এসে পৌচেছেন । নবতারার সঙ্গে দেখা হয়েছে ? রাইমোহন । দ্যাথ কবি, ঢং করে পাগল সেজে বেড়াও তুমি । কিন্তু আমি জানি পাগল তুমি অীদেী নও।
পাতা:পথের দাবী নাটক.djvu/৫১
অবয়ব