38 পথের দাবী প্রথম অঙ্ক শশি । না, না । আমি আপনাকে মদ খাইয়েছি। অন্যায় করিচি । আপনি যাবেন না, আপনাকে আমি বেতে দেব না । রাইমোহন। কবি, তুমি সবল লোক। তাই তুমি বোঝ না যে, মং সাহেবের সম্পত্তি, আর বর্মী স্ত্রী, কোনটাই উপেক্ষীব নয়। বলিয় শশিকে ধারুণ দিয়া চলিয) গেল শশি । শুনুন ভট্টচাৰ্য মশাই, শুকুন, শুষ্ঠুন— নবতার পিছন হইতে কহিল নবতারা । ও শুনবে না । শশি নবতারার দিকে ফিরিল শশি । আমি তোমার সৰ্ব্বনাশ করিচি ভtলt, ওকে যদি মদ ন} খাওয়াতুম, তাহলে হয়ত চলে সেত না । নবতারা । তাঙ্গলেও বেত । ( নবতার সোফায় বসিল ) বিযেও হয়ে গেছে ? শশি । না, না । ও যে মিথ্যে কথা বলে, তা ত তুমি জান । নবতারা । কিন্তু তুমি, কবি, তুমি ত মিথ্যে কথা বল না। ভামোয় গিয়ে তুমিই কি জেনে আসনি ও বিয়ে কবেচে ? শশি । আমি ত তা বলিনি। নবতাবা । বলনি। কিন্তু অস্বীকার করতে পার কি ? ( শশি নীবন রঙ্গিল ) দেথচ, অস্বীকার করতে পারচ না । আমি ষে দাড়িয়ে দাড়িয়ে শুনলুম ও বলে গেল বৰ্ম্মী স্ত্রী উপেক্ষার পাত্রী নয়। উপেক্ষার অবহেলাব অবজ্ঞার পাত্রী কেবল বাঙালী স্ত্রী ! দুই হাতে মুখ ঢাকিয় ডুকরাইয়া কাদিয়া উঠিল। শশি সোফার পিছনে গিয দ্বাডাইল । তাহার মাথায় হাত বুলাইয়া দিতে দিতে কহিল
পাতা:পথের দাবী নাটক.djvu/৫৫
অবয়ব