{3b- পথের দাবী প্রথম অঙ্ক
- f i Only a drop President. ott stn cnids qisi ogni ছিল। তাতে আর ক ফোটাই বা পাওয়া যায় ।
• ডাক্তার আসনে বসিতে বসিতে কহিল ডাক্তার। একটু ব্যায়লা শোনাবে কবি ? শশি । শুনতে চান শোনাতে পাবি। কিন্তু আপনার ভালে৷ লাগবে না, স্তার। ডাক্তার। কেন ? শশি । সুমিত্রা দেবী যদি অভয় দেন বলতে পারি। ডাক্তাব। মুমিত্রীর কাছেত তোমার সাত খুন মাপ । শশি। তাঙ্গলে কথাটা বলেই ফেলি স্তার। যে কানে সুমিত্ৰ মধু ঢাল্ছিলেন, শশির ব্যায়ল সে কানে বেস্নবোই বীজ বে। স্বমিত্র। তুমি বুঝি ভাবছিলে আমরা প্রেমালাপ করছিলুম। শশি । যদি না করে থাকেন, অঠায় কবেচেল । অফিশোষের শেষ থাকবে না । সুমিত্রা । কেন ? শশি । স্তার হঠাৎ এসেচেন হঠাৎ চলে যাবেন । তখন কি করবেন ? যেমন দেবী তেমন দেবতা না হলেত প্রেম জমবে না । ডাক্তার। কিন্তু সুমিত্রা বলছিলেন, তিনি তোমাকেই ভালবাসেন, কবি । শশি । মাপ করবেন, স্তার। বাঘিনীর প্রেমের প্রত্যাশা আমি করি না। গেদি বুচির অভাব রেঙ্গুনে নেই। এক ছটাক মদ খাইয়ে এক বোতল প্রেম নিৰ্য্যাল নিয়ে অনায়ালে ঘরে ফেরা যায়—আঁচড় কামড়ের ভয় থাকে না ।