নাট্যরূপদাতার নিবেদন “পথের দাবী’ উপন্সাস নাটকে রূপান্তরিত হয় ১৯৩৯ খৃষ্টাব্দে । রূপান্তরিত নাটকখানি মঞ্চস্থ করতে নাট্যনিকেতনের মালিক শ্ৰীপ্ৰবোধ গুহ মশাইকে খুবই বেগ পেতে হয়। প্রতিবন্ধকতা করেন লালবাজারের সেন্সাব-বন্ধৰ্বারা । তখন জনাব ফজলুল হক সাহেব আর স্তাব নাজিমুদিন মিলে-মিশে দেশেৰ শান্তি ও শুঙ্খলা বক্ষণ করচেন। গুহ মশাই জনাব ফজলুল হকেব শবণাপন্ন হন । চক সাহেল খাজা নাজিমুদ্দিনকে এই যুক্তি দিযে জয করেন যে, বিহার গবর্ণমেণ্ট যখন ‘পথেৰ দাবী” উপন্যাসেৰ ওপব থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে উদণবতীব পরিচয় দিয়েচেন, তখন প্রবোধ গুচ্চ মশাইকে নাটকগীনি মঞ্চস্থ কবতে না দিলে লোকে বাংলার লীগ গবৰ্ণমেণ্টকে নিশ্চিতক্ট সঙ্কীর্ণচৈত গবৰ্ণমেণ্ট বলবে ! অভিনয়ের দিন অপবাহুে গুচ্চ মশাই অভিনয় কববার অতুমতি সংগ্রহ কবভে সক্ষম হন । দশকবা ‘পথের দাবী’ব অভিনয দেখে অতিশয় প্রীত হন কিন্তু ংিপ্লবী কৰ্ম্মীব ওর শেষ দৃশ্য দেখে অসন্তোষ প্রকাশ BBB S BBB BBB BBB BBB BBBBBB KBB BBBB এই পবিবর্তন করতে হয় । লালবাজার কিন্তু ও বিষয়ে কোন প্রকার হস্তক্ষেপ কবেনি ।
পাতা:পথের দাবী নাটক.djvu/৬
অবয়ব